যুব অলিম্পিকে সোনা জিতে ইতিহাসে জেরেমি

দশ বছর পর যুব অলিম্পিক থেকে দেশকে প্রথম সোনা এনে দিলেন ভারত্তোলক জেরেমি লালরিনুঙ্গা৷

Updated By: Oct 9, 2018, 01:12 PM IST
যুব অলিম্পিকে সোনা জিতে ইতিহাসে জেরেমি
সৌজন্যে- টুইটার

নিজস্ব প্রতিবেদন : মেসির দেশে ইতিহাস গড়লেন ১৫ বছর বয়সী ভারত্তোলক জেরেমি লালরিনুঙ্গা৷ যুব অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়লেন আইজলের এই যুবক। ১৫ বছর বয়সী মিজো যুবা ৬২ কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস গড়েন৷

ঠিক এক দশক আগে ২০০৮ সালে বেজিং অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত সোনা জিতে ইতিহাস গড়েছিলেন শুটার অভিনব বিন্দ্রা৷ দশ বছর পর যুব অলিম্পিক থেকে দেশকে প্রথম সোনা এনে দিলেন ভারত্তোলক জেরেমি লালরিনুঙ্গা৷ ছেলেদের ৬২ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২৭৪ কেজি ভার উত্তলন করে সোনা জেতেন জেরেমি। আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আয়ার্সে স্ন্যাচে ১২৪ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৫০ কেজি ভার তোলেন লালরিনুঙ্গা ৷

বছরের শুরুতে লালরিনুঙ্গা যুব বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো ও জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন৷ ২০১০ সাল থেকে শুরু হওয়া যুব অলিম্পিকে এই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে ইতিহাসে নাম তুলে নিলেন আইজলের কিশোর।

.