ওয়ার্ল্ড জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারত, ফাইনালে আগরতলার দীপা

বয়স মাত্র ২২। নাম দীপা কর্মকার। আগরতলার এই ধন্যী মেয়েই ওয়ার্ল্ড জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে গর্বের ইতিহাস রচনা করল। ১৪.৯০০ পয়েন্ট সংগ্রহ করে দীপা পৌঁছে গিয়েছেন জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপের বিশ্বের সব থেকে বড় মঞ্চের ফাইনালে। এটাই রেকর্ড। এটাই হল ইতিহাস। এর আগে কোনও ভারতীয় এই স্থানে পৌঁছাতে পারেননি। দীপাই প্রথম বিশ্ব যখন দীপা নামের ধ্বনি তুলবে তখন তাঁর নামের সঙ্গেই জুড়ে যাবে ভারতের নামও।

Updated By: Oct 28, 2015, 03:17 PM IST
ওয়ার্ল্ড জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারত, ফাইনালে আগরতলার দীপা

ওয়েব ডেস্ক: বয়স মাত্র ২২। নাম দীপা কর্মকার। আগরতলার এই ধন্যী মেয়েই ওয়ার্ল্ড জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে গর্বের ইতিহাস রচনা করল। ১৪.৯০০ পয়েন্ট সংগ্রহ করে দীপা পৌঁছে গিয়েছেন জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপের বিশ্বের সব থেকে বড় মঞ্চের ফাইনালে। এটাই রেকর্ড। এটাই হল ইতিহাস। এর আগে কোনও ভারতীয় এই স্থানে পৌঁছাতে পারেননি। দীপাই প্রথম বিশ্ব যখন দীপা নামের ধ্বনি তুলবে তখন তাঁর নামের সঙ্গেই জুড়ে যাবে ভারতের নামও।

দীপা কর্মকার আপাতত ফাইনালের সপ্তম বাছাই। অষ্টম স্থানে রয়েছেন মেক্সিকোর জিমনেসিয়ান এলেক্সা মোরিনো। তাঁর পয়েন্ট ১৪.৮৯৯।

ভারতের দীপার কীর্তিতে উচ্ছ্বসিত ক্রীড়া মহল। ফাইনালে আরও ভাল ফলের আশায় দীপা নিজেও।  

.