Virat Kohli on Ben Stokes: স্টোকসই টক্কর দেওয়া সেরা লড়াকু প্রতিপক্ষ, বলে দিলেন বিরাট কোহলি
২০১১ সালের ২৫ অগাস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এখনও পর্যন্ত ১০৪টি ম্যাচ খেলে ২৯১৯ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১০২। তিনটি শতরান এবং ২১টি অর্ধশতরান রয়েছে। নিয়েছেন ৭৪ টি উইকেট। মঙ্গলবার ১০৫তম এক দিনের ম্যাচ খেলতে নামবেন। তার পরেই অবসর নেবেন স্টোকস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজের যুদ্ধে লড়াইয়ের বাতাবরণ একেবারে উধাও। বিরাট কোহলি (Virat Kohli) ও বেন স্টোকসের (Ben Stokes) মধ্যে ঝামেলার ছবি বারবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তবে ইংল্যান্ডের (England) এহেন অলরাউন্ডারের লড়াকু মনোভাবে মুগ্ধ টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। একদিনের ক্রিকেট থেকে স্টোকস অবসর ঘোষণার পর ইংরেজ তারকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট।
সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন স্টোকস। মঙ্গলবার একদিনের ক্রিকেটের শেষ ম্যাচ খেলবেন বলে জানান ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। ইনস্টাগ্রামে স্টোকসের পোস্টে বিরাট লেখেন,'আমি যাদের বিরুদ্ধে খেলেছি, তাদের মধ্যে তুমিই সবথেকে বেশি টক্কর দিয়েছ। তোমায় শ্রদ্ধা জানাচ্ছি।'
কিন্তু সবাইকে চমকে দিয়ে কেন একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন স্টোকস? চমকে দেওয়া সিদ্ধান্তের পর স্টোকস টুইটারে লিখেছেন, ‘মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে নামতে চলেছি। তার পর এই ফরম্যাট থেকে আমি অবসর নেব। খুব কঠিন সিদ্ধান্ত। তবে ইংল্যান্ডের সতীর্থদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমি মনে রাখব। একটা দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী থাকলাম। সিদ্ধান্তটা নেওয়া কঠিন হলেও, সতীর্থদের এটা জানিয়ে দিতে চাই যে, এই ফরম্যাটে হয়তো এর পর থেকে ১০০ শতাংশ দিতে পারতাম না। ইংল্যান্ডের জার্সিতে কারওর খারাপ খেলার অধিকার নেই। তাই এমন সিদ্ধান্ত নিলাম। তবে টেস্টে ও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাব।'
২০১১ সালের ২৫ অগাস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এখনও পর্যন্ত ১০৪টি ম্যাচ খেলে ২৯১৯ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১০২। তিনটি শতরান এবং ২১টি অর্ধশতরান রয়েছে। নিয়েছেন ৭৪ টি উইকেট। মঙ্গলবার ১০৫তম এক দিনের ম্যাচ খেলতে নামবেন। তার পরেই অবসর নেবেন স্টোকস।
আরও পড়ুন: Ben Stokes: স্টোকসহীন একদিনের ক্রিকেট! বড় ঘোষণা করলেন অলরাউন্ডার
আরও পড়ুন: Hardik Pandya: কেন শর্ট পিচ বোলিং করে যাচ্ছেন? জানালেন 'কামব্যাক ম্যান'