WATCH | India vs Australia PM XI: ফুটন্ত প্রস্তুতি ম্যাচ! ব্যাটের মতোই মুখ চলে যশস্বীর, এই অজিকে বোঝালেন হাড়ে হাড়ে
Yashasvi Jaiswal VS Jack Nisbet: যশস্বী জয়সওয়ালের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ হল যশস্বী জয়সওয়াল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পারথ টেস্টে ১৬১ রানের ইনিংস খেলে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি আগামীর মহাতারকা! ব্যাটের মতোই মুখও চলে যশস্বীর। মিচেল স্টার্ককে যিনি অবলীলায় বলে দিতে পারেন, 'আরে, তোমার বল এত আসতে আসছে কেন!' এবার যশস্বী প্রস্তুতি ম্যাচেও উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়লেন। অজি পেসার জ্যাক নিসবেটের (Jack Nisbet) সঙ্গে যশস্বীর ডুয়েল চর্চায় থাকল ক্যানবেরার মানুকা ওভালে। রোহিত শর্মার ভারত, দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলল অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজির দলের বিরুদ্ধে (India vs Australia PM XI)। ভারত এই ম্য়াচ জিতল ৬ উইকেটে।
আরও পড়ুন: সিরিজের মাঝেই ট্রফি ভারতের! ধাঁধা জিইয়ে রাখলেন রোহিত, শুভমনের রিপোর্টও চলে এল
মানুকা ওভালে প্রথম দিনের খেলা বৃষ্টিতে ধুয়ে যাওয়ায়, ঠিক হয়ে যে ৫০ ওভারের খেলা হবে। তারপর ৪৬ ওভারে খেলা হয়। জ্যাক এডওয়ার্ডসের নেতৃত্বে অজিরা টস হেরে প্রথমে ব্য়াট করে ২৪০ রান তুলেছিল। জবাবে ভারত ৬ উইকেটে খেলা বার করে নেয়।পারথ টেস্টের দুই ওপেনার রাহুল ও যশস্বী ওপেন করতে নেমেছিলেন। ৫৯ বলে ৪৫ রান করে যশস্বী আউট হয়ে যান এদিন। তবে তাঁকে বেশ বিপাকে ফেলেছিলেন জ্যাক। এই নিয়ে কোনও সন্দেহ নেই।
ভারতের ইনিংসের পঞ্চম ওভার দেখেছিল যশস্বী বনাম জ্যাকের লড়াই। এই ওভারেই আচমকা জ্যাকের বাউন্সারে যশস্বী থতমত খেয়ে গিয়েছিলেন। বল তরুণ ওপেনারের গ্লাভসে লেগেছিল। বাউন্সার দেওয়ার পরই জ্যাকে তেড়ে গিয়েছিলেন যশস্বীর দিকে। তাঁকে কিছু তিনি বলেও ছিলেন, যদিও যশস্বী পাল্টা দিতে ছাড়েননি। তিনি জ্যাককে বুঝিয়ে দেন যে, যাও গিয়ে বল করো... ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ভারতের। বিজিটি-র দ্বিতীয় টেস্টেও চোখ থাকবে যশস্বীর উপর।
আরও পড়ুন: পুতুলে লিখে ছেলের নাম জানালেন রোহিত! সংস্কৃত থেকে নেওয়া তিন অক্ষরের অর্থ কী?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)