সচিন-পুত্র ফ্লপ, বিশ্বকাপের পর নেমেই ফের জাত চেনালেন 'ফুচকাওয়ালা' যশস্বী

 বিশ্বকাপের পর প্রথম ম্যাচে নেমেই সেঞ্চুরি করে বাঁ-হাতি ব্য়াটসম্যান যশস্বী নিজের জাত চিনিয়ে দিলেন।

Updated By: Feb 23, 2020, 02:16 PM IST
সচিন-পুত্র ফ্লপ, বিশ্বকাপের পর নেমেই ফের জাত চেনালেন 'ফুচকাওয়ালা' যশস্বী

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ আফ্রিকায় সদ্যসমাপ্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল হয়তো ভারতীয় সমর্থকরা ভুলে যেতে চাইবেন। তিক্ত অভিজ্ঞতা বলে কথা। বাংলাদেশের কাথে হেরে ভারতীয় দল কাপ হাতছাড়া করেছিল। তবে ফাইনালে যশস্বী জয়সওয়ালের ইনিংস হয়তো কেউ ভুলতে পারবেন না। লো স্কোরিং ফাইনালে যশস্বী ইনিংস ৮৮ রানের ইনিংস খেলেছিলেন বলেই ভারত ১৭৭ রান তুলতে পেরেছিল। না হলে হয়তো আরও আগে হারের মুখ দেখতে হত ভারতীয় দলকে। সেই যশস্বী জয়সওয়াল বিশ্বকাপের পরও দুরন্ত ফর্মে রয়েছেন। এবার তিনি সেঞ্চুরি করলেন।

Col C K Nayudu Trophy 2019-20 টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে সেঞ্চুরি করেছেন যশস্বী। পণ্ডিচেরির বিরুদ্ধে ১২৭ বল খেলে সেঞ্চুরি করলেন যশস্বী। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যশস্বী ৩০০-র বেশি রান করেছিলেন। টুর্নামেন্ট সেরা হয়ে পুরস্কার জিতেছিলেন। যদিও সেই পুরস্কার তাঁকে রোমাঞ্চিত করেনি। কারণ দিনের শেষে ভারতীয় দল কাপ জিততে পারেনি। টিম ম্যান যশস্বী কখনওই নিজের পুরস্কার নিয়ে মেতে থাকেন না। জানিয়েছিলেন যশস্বীর কোচ। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে নেমেই সেঞ্চুরি করে বাঁ-হাতি ব্য়াটসম্যান যশস্বী নিজের জাত চিনিয়ে দিলেন। ১৬৩ রানে অপরাজিত রয়েছেন যশস্বী। 

আরও পড়ুন-  লেডি লাক! মেয়ে হওয়ার পর বড় সুখবর পেলেন কেকেআর-এর আন্দ্রে রাসেল

সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন ফ্লপ। ৪৫ বল খেলে তিনি মাত্র ৬ রান করেছেন। এদিন পণ্ডিচেরি প্রথমে ব্যাট করে ২০৯ রানে অলআউট হয়ে যায়। পাল্টা ব্যাট করতে নেমে মুম্বই আপাতত দুই উইকেট হারিয়ে ২৯৮ রান তুলেছে। 

.