IND VS NZ WTC21 Final: ঐতিহাসিক পাঁচ উইকেটে পাঁচ রেকর্ডে Kyle Jamieson
ভারতকে বড় রান করতে দিলেন না কিউয়ি পেসার কাইল জেমিসন।
নিজস্ব প্রতিবেদন: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (ICC World Test Championship Final) প্রথম ইনিংসে ভারত অলআউট হয়ে গিয়েছে ২১৭ রানে। টিম ইন্ডিয়া চেয়েছিল ২৫০ বা তার বেশি রান তুলতে স্কোরবোর্ডে। ভারতকে বড় রান করতে দিলেন না কিউয়ি পেসার কাইল জেমিসন (Kyle Jamieson)। একাই তুলে নিলেন ৫ উইকেট।
দুরন্ত ফাইফার পারফরম্যান্সে ফাইনাল স্মরণীয় করে রাখলেন অকল্যান্ডের ২৬ বছরের ৬ ফুট ৮ ইঞ্চির পেসার। ভারতকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কারিগরের শিকার হয়েছেন বিরাট কোহলি (৪৪), রোহিত শর্মা (৩৪) ঋষভ পন্থ (৪) জসপ্রীত বুমরাহ (০) ও ইশান্ত শর্মা (৪)। জেমিসন পাঁচ উইকেটের সৌজন্য পাঁচটি রেকর্ডে নিজের নাম লেখালেন সাউদাম্পটনের এজিয়েস বোলে।
আরও পড়ুন: IND VS NZ WTC21 Final: Kohli অ্যান্ড কোং গুটিয়ে গেল ২১৭ রানে! Jamieson একাই নিলেন ৫ উইকেট!
১) যেহেতু এটা অভিষেক আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সেহেতু প্রথম বোলার হিসেবেই জেমিসন আইসিসি-র এই ইভেন্টে ৫ উইকেটে নিলেন। যা ক্রিকেট ইতিহাসে লেখা হয়ে গেল।
২) আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি জেমিসনের পঞ্চম পাঁচ উইকেট। বিশ্বের আর কোনও বোলারের এই নজির নেই। তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের স্পিনার আর অশ্বিন (৪)।
৩) নিউজিল্যান্ডের প্রথম কোনও বোলার হিসেবে কেরিয়ারের শুরুর ৮টি টেস্টের মধ্যেই পাঁচবার পাঁচ উইকেট নেওয়ার বিরল নজির গড়লেন জেমিসন।
৪) নিউজিল্যান্ডের হয়ে প্রথম ৮টি টেস্ট ম্যাচে ৪৩ উইকেট পেলেন জেমিসন। যা তাঁর দেশের আর কোনও বোলারের নেই। দু'নম্বরে থাকবেন জ্যাক কাউয়ি (৪১ উইকেট)
৫) জেমিসন প্রথম ইনিংসে ৩১ রানে ৫ উইকেট নিয়েছেন। এখনও পর্যন্ত আইসিসি ফাইনালের ইতিহাসে এটাই দ্বিতীয় সেরা পরিসংখ্যান। তালিকায় সবার ওপরে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাক কালিস। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০ রান দিয়ে ৫ উইকেট পান।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)