Shubman Gill, WTC Final 2023: বিতর্কিত সিদ্ধান্তে শুভমন আউট! থার্ড আম্পায়ারকে টার্গেট করলেন বীরু, শাস্ত্রী

ভারতের দ্বিতীয় ইনিংসের ৭.১ ওভারের ঘটনা। স্কট বোল্যান্ডের অফ স্টাপের বাইরে যাওয়া ডেলিভারি অতর্কিতে লাফিয়ে উঠতেই ব্যাট ছুইয়ে ফেলেন শুভমন। বল চলে গালি পজিশনে থাকা ক্যামেরুন গ্রিনের হাতে। নিজের বাঁ-দিকে ডাইভ দিয়ে সেই বলকে প্রায় মাটি থেকে তুলে দেন অজি অলরাউন্ডার। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 10, 2023, 08:44 PM IST
Shubman Gill, WTC Final 2023: বিতর্কিত সিদ্ধান্তে শুভমন আউট! থার্ড আম্পায়ারকে টার্গেট করলেন বীরু, শাস্ত্রী
শুভমন গিল কি আদৌ আউট? উঠছে প্রশ্ন। ছবি: আইসিসি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের মাশুল দিল টিম ইন্ডিয়া। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলব্রো-র একটি ভুল সিদ্ধান্তে মন খারাপ করে ওভালের বাইশ গজ ছাড়তে বাধ্য হলেন শুভমন গিল। এবং টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার বিতর্কিত সিদ্ধান্তে মাঠ ছাড়তেই তোলপাড় হয়ে উঠল ক্রিকেট দুনিয়া। চলতি বিশ্ব টেস্ট ফাইনালের তৃতীয় দিন আম্পায়ারের ভুলে শুভমন আউট হতেই গর্জে উঠলেন বীরেন্দ্র শেহওয়াগ, রবি শাস্ত্রী, ওয়াসিম জাফররা। এমনকি আইসিসি পর্যন্ত সেই মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করে বিতর্ক আরও বাড়িয়ে দিল। 

কিন্তু কীভাবে আউট হলেন শুভমন? 

ভারতের দ্বিতীয় ইনিংসের ৭.১ ওভারের ঘটনা। স্কট বোল্যান্ডের অফ স্টাপের বাইরে যাওয়া ডেলিভারি অতর্কিতে লাফিয়ে উঠতেই ব্যাট ছুইয়ে ফেলেন শুভমন। বল চলে গালি পজিশনে থাকা ক্যামেরুন গ্রিনের হাতে। নিজের বাঁ-দিকে ডাইভ দিয়ে সেই বলকে প্রায় মাটি থেকে তুলে দেন অজি অলরাউন্ডার। অনফিল্ড আম্পায়ার অজি দলের আবেদনে সাড়া নিলেও, রিভিউ নেন শুভমন। তবে এতে লাভ হয়নি। কয়েক মিনিট রিপ্লে দেখার পরে শুভমনের বিরুদ্ধে সিদ্ধান্ত জানিয়ে দেন তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলব্রো। যদিও রিপ্লে-তে দেখা যায় ক্যাচ ধরার মুহূর্তে বল মাটিতে ছুঁয়েছিল। 

 

আর সিদ্ধান্তের পর শুভমন মাঠ ছাড়ার সঙ্গেই, তাঁর আউট হওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে দাবানলের মতো ছড়িয়ে যায়। গর্জে ওঠেন বীরেন্দ্র শেহওয়াগ, রবি শাস্ত্রী, ওয়াসিম জাফররা। 

আরও পড়ুন: Ravindra Jadeja, WTC Final 2023: বিষাণ বেদীর ৪৩ বছর পুরনো রেকর্ড ভাঙতেই জাদেজাকে সেরা অলরাউন্ডারের আখ্যা দিলেন শাস্ত্রী

আরও পড়ুন: Ravi Shastri, WTC Final 2023: মাইক হাতে যেন 'অ্যাংরি ইয়ং ম্যান' শাস্ত্রী! বিসিসিআই-কে ধুয়ে দিলেন! কিন্তু কেন?

শাস্ত্রী ধারাভাষ্য দেওয়ার সময় সটান বলে দেন, "এটা যদি স্টিভ স্মিথের বিরুদ্ধে আবেদন করা হত, তাহলে আম্পায়ার আউট দিত না। আমি সেটা নিয়ে নিশ্চিত।" 

বীরু থেমে থাকার পাত্র নন। তিনি তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলব্রো খোঁচা দিয়ে টুইট করলেন। এমনকি ভারতের আর এক প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফরও খোঁচা দিতে ছাড়লেন না। 

শুভমনের আউট দেখে রোহিত অবাক হয়ে যান। গিলের অসহায় চোখ চেয়ে ছিল জায়ান্ট স্ক্রিনের দিকে। প্রথম ইনিংসে জাজমেন্ট দিতে গিয়ে আউট হয়েছিলেন ভারতের তরুণ ওপেনার। ভুল শুধরে দ্বিতীয় ইনিংসে একটা ভালো ইনিংস খেলার লক্ষ্য ছিল তাঁর। ১০০ স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। ঠিক সেই সময়ই ১৯ বলে ১৮ রানে সাজঘরে ফিরতে হল তাঁকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.