WT20: কোন মন্ত্রে New Zealand-এর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে Team India? জানালেন Virat Kohli

শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হার হজম করেছে ভারত।   

Updated By: Oct 25, 2021, 06:34 PM IST
WT20: কোন মন্ত্রে  New Zealand-এর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে Team India? জানালেন Virat Kohli
দল কামব্যাক করার ব্যাপারে আশাবাদী বিরাট কোহলি। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: একে তো টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হার, এর মধ্যে আবার দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) সামনে নিউজিল্যান্ড (New Zealand)। এমন একটা দল যাদের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত জয়ের মুখ দেখেনি। তবুও ৩১ অক্টোবর কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে মাঠে নামার আগে বিরাট কোহলি (Virat Kohli) ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন। 

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ রানে হেরে যাওয়ার পর ২০১৬ সালে কিউইদের বিরুদ্ধে ৪৭ রানে হেরে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। যদিও কোহলি আশার কথা শুনিয়ে বললেন, "একটা ম্যাচ হারলেই সব শেষ হয়ে যায় না। এই দেশে কয়েক সপ্তাহ আগে আইপিএল খেলেছি। পিচ ও আবহাওয়া সম্পর্কে আমরা ওয়াকিবহাল। তাছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে কয়েকটা দিন বিশ্রাম পেয়ে যাব। শরীর ও মন তাজা হয়ে উঠবে। ফলে ছন্দ খুঁজে পেতে অসুবিধা হবে না।" 

আরও পড়ুন: WT20, IND vs PAK: সোশ্যাল মিডিয়ায় তীব্র অপমানিত Mohammed Shami, প্রতিবাদ জানালেন Virender Sehwag

পিঠের চোটের জন্য আনফিট হার্দিক পান্ডিয়া এ বার কাঁধের চোটে কাবু। তাঁর স্ক্যান করা হয়েছে। চোটের আকার বড় হলে চলতি প্রতিযোগিতায় অনিশ্চিত হয়ে যেতে পারেন এই অলরাউন্ডার। এছাড়া দুই জোরে বোলার মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের ফর্ম নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখে বরুণ চক্রবর্তীকে সুযোগ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে এই 'মিস্ট্রি স্পিনার' প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। স্বভাবতই চিন্তা বাড়ছে অধিনায়ক কোহলির। 

তবে তাঁর দাবি, "হাতে আরও কয়েকটা দিন পেয়ে শাপে বর হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এমন কঠিন প্রতিযোগিতায় ছয় দিনের বিশ্রাম ওষুধের মতো কাজ করবে। আমরা আবার একজোট হয়ে মাঠে নামতে পারব। যে ভুল পাকিস্তানের বিরুদ্ধে হয়েছে সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.