WT20: Trent Boult-কে ভয় পাই না, জানিয়ে দিলেন আত্মবিশ্বাসী Virat Kohli
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্যাচে নামছে ভারত।
নিজস্ব প্রতিবেদন: ট্রেন্ট বোল্ট (Trent Boult) নাকি শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Afridi) দেখে অনুপ্রাণিত হয়েছেন। এবং ভারতের (Team India) বিরুদ্ধে রবিবার বাইশ গজের যুদ্ধে বাঁহাতি পাক পেসারের মত 'মেন ইন ব্লু' ব্রিগেডকে উড়িয়ে দিতে চান। তবে কিউই জোরে বোলার এমন হুমকি দিলেও মোটেও বিচলিত নন বিরাট কোহলি (Virat Kohli)। বরং 'ডু অর ডাই' ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক।
এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন, "আমরাও আন্তর্জাতিক মঞ্চে অনেক বছর ধরে খেলছি। বিশ্বমানের বোলারদের মোকাবিলা করা আমাদের কাছে নতুন নয়। ট্রেন্ট বোল্ট যদি শাহিন শাহ আফ্রিদিকে উদ্বুদ্ধ হয়ে থাকে, তাহলে আমরাও ওর উপর পাল্টা হামলা করার জন্য আত্মবিশ্বাসী। কারণ ওর বিরুদ্ধে অতীতে অনেক খেলেছি।"
আরও পড়ুন: WT20:Shami-র পাশে দাঁড়িয়ে এক শ্রেণীর নেটিজেনদের 'মেরুদণ্ডহীন' বলে দিলেন Virat Kohli
গত ম্যাচে ভারতের টপ অর্ডারকে একাই শেষ করে দেন আফ্রিদি। বোল্টও অবশ্য অতীতে ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করেছেন। বিশেষ করে রোহিত শর্মার বিরুদ্ধে তাঁর সাফল্য অনেক বেশি। সেটা কিন্তু ভারতকে চিন্তায় রাখবে।
এর মধ্যে যোগ হয়েছে কিছু পরিসংখ্যান। আইসিসি (ICC) প্রতিযোগিতায় ১০ বারের মধ্যে ৭ বার হার। এরমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে (WT20) দুই বারের সাক্ষাতে প্রতিবার নিউজিল্যান্ডের (New Zealnad) বিরুদ্ধে হার মেনেছে টিম ইন্ডিয়া (Team India)। এ বার কোহলিবাহিনী চাকা ঘোরাতে পারে কিনা সেটাই দেখার।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)