WT20: MS Dhoni ফিরে আসায় সাজঘরে শান্তি ফিরেছে, জানিয়ে দিলেন Team India-র এই ক্রিকেটার

'মেন্টর' হিসেবে ভারতীয় দলে কাজ শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।   

Updated By: Oct 19, 2021, 10:19 PM IST
WT20: MS Dhoni ফিরে আসায় সাজঘরে শান্তি ফিরেছে, জানিয়ে দিলেন Team India-র এই ক্রিকেটার
'মেন্টর' মহেন্দ্র সিং ধোনিকে পেয়ে আপ্লুত কেএল রাহুল। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ( WT20) অভিযানের আগে গত তিন-চার দিন বেশ হই হুল্লোড়ের মধ্যে সবাই কাটিয়েছে। ড্রেসিংরুমে ফিরে এসেছে শান্তি। সবকিছুই সম্ভব হয়েছে একটা মানুষের জন্য। তিনি এক ও অদ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। টিম ইন্ডিয়ার (Team India) নতুন 'মেন্টর'কে এ ভাবেই সম্মান জানালেন কেএল রাহুল (KL Rahul)। 

রাহুল বলেন, "ভারতীয় দলে ধোনির ফিরে আসা আমাদের সবার কাছে দারুণ ব্যাপার। আমরা সবাই ওর নেতৃত্বে খেলেছি। গত কয়েক বছর ধরে মাহি ভাইকে খুব কাছ থেকে দেখেছি। তাই 'মেন্টর' হিসেবেও মাহি ভাইয়ের সাফল্য আশা করি।"  এরপরেই তিনি যোগ করেন, "অধিনায়ক ধোনিকে আমরা সবাই ওকে ভালবাসি। ড্রেসিংরুমে ওর উপস্থিতি সবাই উপভোগ করি। সবচেয়ে বড় কথা ওর শান্ত স্বভাবকে আমরা সবাই উপভোগ করি। দলের কেউ সমস্যায় পড়লেই মাহি ভাই সবার আগে এগিয়ে আসে। এটাই ওর ব্যাক্তিত্ব। গত কয়েক দিন মাহি ভাইয়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। নতুন 'মেন্টর'-এর সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে আছি।" 

আরও পড়ুন: WT20: এক ফ্রেমে Universe Boss Chris Gayle ও Mahendra Singh Dhoni, তৈরি হল বিশেষ মুহূর্ত

 

তবে শুধু 'মেন্টর' ধোনি নন,চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) আইপিএল (IPL 2021) জয়ী অধিনায়কের ফিটনেসেও মজে আছেন টিম ইন্ডিয়ার এই ওপেনার। রাহুল যোগ করলেন, "আমার ধারণা এ বারের আইপিএল ফাইনাল মাহি ভাইয়ের শেষ ম্যাচ নয়। কারণ ধোনি এখনও ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের পাল্লা দিতে পারে। ওর ফিটনেস দারুণ। রান বিটুইন দ্যা উইকেটে ওর জুড়ি মেলা ভার। এখনও আগের মতই সজোরে ছয় মারতে পারে। তাই ওকে পরের আইপিএলেও খেলতে দেখা যাবে।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.