যুক্তিহীন বাদ পড়ার যোগ্য জবাব ঋদ্ধিমানের ব্যাটে
বাংলা- ৩১০/৩। ঝাড়খণ্ড-১৪৭
ওয়েব ডেস্ক: দারুণ উইকেটকিপিং করে অস্ট্রেলিয়া সফরে নির্বাচিত হয়েছেন। কিপিংয়ের ব্যাপারে তিনিই যে দেশের সেরা সেটাতেও দ্বিমত নেই। তবু তাঁকে কোনও কারণ ছাড়াই বাদ পড়তে হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে। ঋদ্ধিমান সাহার এ হেন যুক্তিহীন বাদের পিছনে সাফাই দিতে গিয়ে বোর্ড আজ জানিয়ে দেয়, সবাইকে সুযোগ দেওয়ার জন্যই ঋদ্ধিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বোর্ডের সেই সিদ্ধান্তটাই হয়তো তাঁতিয়ে দিল ঋদ্ধিকে।
মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৬৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে শিলিগুড়ির পাপালি বুঝিয়ে দিলেন ওয়ানডের জন্যও তিনি তৈরি। ঋদ্ধি, লক্ষ্মী, দিন্দার দুরন্ত পারফরম্যান্সে বাংলা ১৬৩ রানের বিরাট জয় পেল। ঋদ্ধির পাশাপাশি দুরন্ত ব্যাটিং করেন লক্ষ্মীরতন শুক্লা ও অরিন্দম দাস। লক্ষ্মী ৪১ বলে করেন অপরাজিত ৭১ রান। অরিন্দম দাস ৮৪ বলে করেন ৭৪। পঞ্চম উইকেটে লক্ষ্মী-ঋদ্ধির অবিচ্ছেদ্য পার্টনারশিপে ওঠে ৮৫ বলে১৪১ রান।
জবাবে ব্যাট করতে নেমে দিন্দার আগুনে ঝলসে যায় ঝাড়খণ্ড। অধিনায়ক সৌরভ তিওয়ারির ৪৫ ছাড়া বাকিটা বাংলার বোলারদের সামনে ধোনির রাজ্যের আত্মসমপর্ণের ঘটনা। হাত ঘুরিয়ে উইকেট পেলেন মনোজ তিওয়ারি।
এদিকে, তামিলনাড়ুকে ৬ উইখেটে হারিয়ে চমকে দিল গোয়া।