ইডেনে দিন রাতের টেস্টে গোলাপি বলে কিপিং করাটা চ্যালেঞ্জিং: ঋদ্ধিমান

লাল বল আর গোলাপি বলের মধ্যে শুধু রঙের তফাৎ।

Updated By: Nov 20, 2019, 05:47 PM IST
ইডেনে দিন রাতের টেস্টে গোলাপি বলে কিপিং করাটা চ্যালেঞ্জিং: ঋদ্ধিমান

সুখেন্দু সরকার: দেশের মাটিতে প্রথম গোলাপি বলে আন্তর্জাতিক টেস্ট। টিম ইন্ডিয়ারও দিন রাতের টেস্ট ম্যাচের অভিজ্ঞতা নেই। ইডেনে ঐতিহাসিক দিন রাতের টেস্টে দেশের প্রতিনিধিত্ব করার সুযো পেয়ে উচ্ছ্বসিত বঙ্গসন্তান ঋদ্ধিমান সাহা। গোলাপি বল কী রকম আচরণ করবে, সেনিয়ে জল্পনা ক্রিকেটমহলে। ঋদ্বির মনে করছেন, গোলাপি বলে কিপিং করাটাও চ্যালেঞ্জিং। 

বুধবার ইডেনে পা দিয়ে ঋদ্ধি বলেন, "গোলাপি বলে কিপিং করাটা বেশ চ্যালেঞ্জিং। কারণ টেস্ট ম্যাচে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটসম্যানরা বল ছাড়েন। আর সাইট স্ক্রিনের একটা বড় ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে কিপিংয়ের পাশাপাশি স্লিপে ফিল্ডিং করাটা বেশ কঠিন গোলাপি বলে।" 

লাল বল আর গোলাপি বলের মধ্যে শুধু রঙের তফাৎ। তবে লাল বল কোকাবুরা আর গোলাপি বল এসজি-র। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, লাল বলের চেয়ে বেশি মুভমেন্ট করে গোলাপি বল। তবে এনিয়ে এখনই নিশ্চিত করতে কিছু বলতে নারাজ ঋদ্ধিমান। তাঁর মতে,  না খেলা পর্যন্ত বলা কঠিন কেমন হবে বলের মুভমেন্ট।

গোলাপি বলের রিভার্স সুইং নিয়ে ঋদ্ধি বলেন, "গোলাপি বল রিভার্স সুইং করার সুযোগ কম। তবে আমাদের বোলারদের মধ্যে গোলাপি বলে রিভার্স সুইং করার দক্ষতা রয়েছে।"

২২ নভেম্বর ইডেনে শুরু হতে চলেছে ভারতের মাটিতে প্রথম দিন রাতের টেস্টে নামতে চলেছে বিরাট বাহিনী। খাতায় কলমে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে ভারত। দু'টি দলই চলে এসেছে কলকাতায়। ইডেনে গোলাপি বলে অনুশীলন শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। ইন্দোরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩০ রানে বাংলাদেশকে হারিয়েছিলেন বিরাটরা। দ্বিতীয় টেস্টেও এগিয়ে ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন শীর্ষস্থানে বিরাটবাহিনী। এখন তাদের পয়েন্ট ৩০০। ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতলে আরও বাড়বে ভারতের পয়েন্ট সংগ্রহ।

আরও পড়ুন- আমার 'অপরাধের সঙ্গী', ছবি টুইট করলেন বিরাট, সেই ব্যক্তিকে চিনে ফেললেন ভক্তরা

.