Wriddhiman Saha: দলকে আরও জেতাতে চান Gujarat Titans-এর কামব্যাক ম্যান

গত কয়েক মাসের ধাক্কা কাটিয়ে ফের আইপিএল (IPL 2022) জগতে স্বমহিময়ায় ফিরে এসেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: May 4, 2022, 09:04 PM IST
Wriddhiman Saha: দলকে আরও জেতাতে চান Gujarat Titans-এর কামব্যাক ম্যান
পারফরম্যান্স করে এ ভাবেই খোশ মেজাজে রয়েছেন রিদ্ধিমান সাহা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: একেই বলে কামব্যাক। গত কয়েক মাসের ধাক্কা কাটিয়ে ফের আইপিএল (IPL 2022) জগতে স্বমহিময়ায় ফিরে এসেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। আগামী ৬ মে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এর আগে মুম্বইয়ের টিম হোটেল থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন ভারতীয় ক্রিকেটের নীরব যোদ্ধা। উঠে এল বেশ কিছু প্রসঙ্গ।

স্ট্রাইক রেট নিয়ে মাথাঘামাই না: এ বারের আইপিএল-এ সেরা স্ট্রাইক রেট রাখা ব্যাটারদের মধ্যে চার নম্বরে থাকলেও সেটা নিয়ে মাথাঘামাই না। আমার ক্রিস গেইলের মতো চেহারা নয়। কিংবা মাহি ভাই ও বিরাটের মতো মারতে পারি না। তবে আমিও ছোটবেলা থেকে পিটিয়ে খেলতেই ভালবাসি। এ ভাবেই ছেলেবেলা থেকে খেলে এসেছি। সেটা ধারা এখনও বজায় রেখে চলেছি। আইপিএল-এ যে দলের হয়েই খেলেছি, সেখানেই নিজের সেরা পারফরম্যান্স করার চেষ্টা করেছি। তবুও অনেকে মনে রাখেনি।

Wriddhiman Saha

গুজরাত সাজঘরের বাতাবরণ: আমাদের দলের ও সাজঘরের বাতাবরণ অসাধারণ। হার্দিক পান্ডিয়া নিজের কাজ খুব ভালভাবে জানে। সবাইকে নিজের দায়িত্ব বুঝিয়ে দেয়। সেটাই কিন্তু আমাদের সাফল্যের বড় কারণ। আরও একটা বিষয় দেখবেন। প্রতি ম্যাচেই আমাদের কেউ না ম্যাচের সেরা হয়েছে। এতেই বোঝা যায় যে আমাদের দল কতটা শক্তিশালী।

নিজের প্রত্যাবর্তন: প্রথম একাদশে কারা খেলবে, তা অনেক কিছুর ওপর নির্ভর করে। পিচ আর পরিবেশ-পরিস্থিতির কথা মাথায় রেখে টিম কম্বিনেশন ঠিন হয়। আমি হয়তো শুরুর দিকে খেলিনি। ম্যাথু ওয়েড খেলেছে। তখন হয়তো ওটাই সেরা দল মনে হয়েছে। পরে পরিবর্তন হয়। সকলের সম্মিলিত লক্ষ্য হল ম্যাচ জেতা। আমরা ১০ ম্যাচের মধ্যে আটটিতে জিতে শীর্ষে রয়েছি। এইটাই ধরে রাখতে হবে। শুরুর দিকে সুযোগ পাইনি। তারপর সুযোগ পেলেও প্রথম ২-১টি ম্যাচে ভাল পারফর্ম করতে পারিনি। তারপর হাফসেঞ্চুরি করেছি। শেষ দুটো ম্যাচে রান করে দলের হয়ে অবদান রেখেছি। তবে ধারাবাহিকভাবে রান করে যেতে হবে। দলকে ম্যাচ জেতাতে হবে। সেটা পারলে তবেই তৃপ্তি পাব।

সলিড মিডল অর্ডার: রাহুল তেওয়াটিয়া ও রাশিদ খান নয়, ডেভিড মিলারও লোয়ার মিডল অর্ডারে দারুণ সব ইনিংস খেলছে। ম্যাচ জেতাচ্ছে। ওদের ফর্ম টপ অর্ডারের ওপর থেকে চাপ অনেকটাই কমিয়ে নিচ্ছে। রাশিদ খান বা ডেভিড মিলার কেমন খেলে সেটা বিশ্বক্রিকেটে সকলেই জানেন। তবে রাহুল তেওয়াটিয়াও অনবদ্য। গত কয়েক বছর ধরেই দুর্ধর্ষ ফর্মে। ওর জন্য ১৭০-১৮০ রান তাড়া করেও বেশ কয়েকটি ম্যাচ জিতেছি।

অধিনায়ক হার্দিক পান্ডিয়া: হার্দিক অধিনায়ক হিসাবে ভীষণ খোলা মনের। সকলের সঙ্গে কথা বলে। দলের সকলে নিজের ভূমিকা জানে। কখন কে কী করবে, কোন বোলার কীরকম ফিল্ড সেট নিয়ে বল করবে, সবটাই পরিষ্কার করে দিচ্ছে হার্দিক। ক্যাপ্টেন, কোচ ও ম্যানেজমেন্ট সকলের সঙ্গে কথা বলছে বলেই দলের ভেতরের আবহটা চমৎকার। মাঠের পারফরম্যান্সে যার ইতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুন: Cheteshwar Pujara: বড় যুদ্ধের জন্য তৈরি ‘চে পূজারা’! জানিয়ে দিলেন গর্বিত বাবা

আরও পড়ুন: Wriddhiman Saha vs Journalist: ঋদ্ধিকে ‘ভয় দেখানোর’ দায়ে দুই বছরের জন্য নির্বাসিত Boria Majumdar

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.