Virat Kohli: মুকেশের থ্রো সজোরে এসে লাগল শরীরে! 'কিং কোহলি' এর প্রতিক্রিয়া হৃদয় ছুঁয়ে নেবে

ওভারের শেষ বলে কোহলি ব্যাটে খেলে ক্রিজ থেকে এগিয়ে গিয়েছিলেন। মুকেশ সেই বল ধরেই উইকেট লক্ষ্য করে থ্রো করেন।

Updated By: May 4, 2022, 09:13 PM IST
Virat Kohli: মুকেশের থ্রো সজোরে এসে লাগল শরীরে! 'কিং কোহলি' এর প্রতিক্রিয়া হৃদয় ছুঁয়ে নেবে
বিরাট কোহলির সেই মুহূর্ত

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলের (IPL 2022) ৪৯ নম্বর ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Maharashtra Cricket Association Stadium) টস হেরে প্রথমে ব্যাট করছে আরসিবি। ফাফ দু প্লেসিসের (Faf du Plessis) সঙ্গে ওপেন করতে নেমে কোহলি ৩৩ বলে ৩০ রানে আউট হয়ে যান।

ম্যাচ চলাকালীন সিএসকে পেসার মুকেশ চৌধুরির (Mukesh Choudhary) ওভারে কোহলি পরপর দু'টি বলে ডট হন। পঞ্চম ডেলিভারিতে মুকেশকে চার হাঁকান কোহলি। ওভারের শেষ বলে কোহলি ব্যাটে খেলে ক্রিজ থেকে এগিয়ে গিয়েছিলেন। মুকেশ সেই বল ধরেই উইকেট লক্ষ্য করে থ্রো করেন। কিন্তু বল সজোরে গিয়ে লাগে কোহলির শরীরে। এরপর মুকেশ এসে ক্ষমা চেয়ে নেন কিংবদন্তি ব্যাটারের থেকে। এরপরই কোহলি হাতের বুড়ো আঙুল তুলে মিষ্টি হেসে মুকেশকে বুঝিয়ে দেন যে, এমনটা হতেই পারে। কোনও ব্যাপার না। কোহলির প্রতিক্রিয়া হৃদয়ে ছুঁয়ে নিয়েছে।

আরও পড়ুন: Sunil Gavaskar: তিন দশকেও গড়ে ওঠেনি অ্যাকাডেমি! সরকারকে জমি ফেরালেন গাভাসকর

আরও পড়ুনSunil Chhetri: অবসরের পর কোন অবতারে ধরা দিতে পারেন Team India-র অধিনায়ক? জানতে পড়ুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.