রাঁচির স্টেডিয়ামে জল ঢুকে তড়িদাহত হয়ে মৃত্যু কুস্তিগীরের

Updated By: Aug 9, 2017, 10:41 PM IST
রাঁচির স্টেডিয়ামে জল ঢুকে তড়িদাহত হয়ে মৃত্যু কুস্তিগীরের

ওয়েব ডেস্ক: রাঁচিতে মর্মান্তিক মৃত্যু হল জাতীয়স্তরের কুস্তিগীরের। রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে তড়িদাহত হয়ে তিনি মারা ‌যান। ওই স্টেডিয়ামেই ঝাড়খণ্ডের রাজ্য কুস্তি অ্যাসোসিয়েশনের অফিস।

বৃষ্টির জল জমে ছিল স্টেডিয়ামে। সেই জল থেকে শর্ট সার্কিটে বিদ্যুতপৃষ্ট হন কুস্তিগীর বিশালকুমার বর্মা। তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। নিয়ে ‌যাওয়া হয় সদ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা বিশালকুমারকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- পাল্লেকেলে টেস্টে রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে আসছেন অক্ষর প্যাটেল

কুস্তি অ্যাসোসিয়েশনের সভাপতি ভোলানাথ সিংয়ের কথায়,’এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক।’ বিশালের শোকসন্তপ্ত পরিবারকে ১ লক্ষ টাকা অন্তর্বর্তীকালীন সাহা‌য্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি তাঁর পরিবারকে প্রতিমাসে ১০ হাজার টাকা দেওয়া হবে, ‌যতদিন না বিশালের চার বোনের মধ্যে একজনের চাকরির ব্যবস্থা হচ্ছে।

পরিবারে একমাত্র রোজগেরে সদস্য ছিল বিশাল। তাঁর চার বোন। ২০০৫ সালে তাঁর কেরিয়ার শুরু। সম্প্রতি জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে তিনি চতুর্থ হয়েছিলেন। ১৯৭৮ সালে রাঁচির ইন্ডোর স্টেডিয়ামটি নির্মিত হয়েছিল। প্রবল বৃষ্টিতে ভিতরে জল ঢুকে গিয়েছিল। 

.