World Cup 2023 Final: আহমেদাবাদে 'আগুন'; হোটেল নিচ্ছে চার লাখ! বিমানে একপিঠের ভাড়াই ৭০ হাজার
World Cup 2023 Final One Lakh For Hotel Room In Ahmedabad, 70K For One-Way Flight: বিশ্বকাপ ফাইনাল বলে কথা। তার উপর খেলছে ভারত। আহমেদাবাদের হোটেল ও বিমানভাড়া চোখ কপালে তুলবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক্কা এক যুগ পর বিশ্বকাপের ফাইনালে (World Cup 2023 Final) উঠেছে ভারত (Team India)। উত্তেজনায় ফুটছে আসমুদ্র হিমাচল। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (The Narendra Modi Stadium in Ahmedabad) হাইভোল্টেজ ম্য়াচ। ১ লক্ষ ৩২ হাজার দর্শক একসঙ্গে বসে দেখতে পারবেন মহারণ। ভারতের অধিকাংশ ক্রিকেট ফ্য়ানই ধরে নিয়েছেন যে, এবার কাপ উঠবে রোহিত শর্মাদের (Rohit Sharma) হাতেই।
আরও পড়ুন: WATCH: কোহলির বিরাট উষ্ণতায় রোহিত ঘরনী! হোটেলের ভিডিয়ো ফুটেজে নেটপাড়ায় আগুন
স্মার্ট ফোন বা টিভি-তে নয়, খোদ মাঠে বসেই খেলা দেখতে চাইছেন অনুরাগীরা। আর ঠিক এই পরিস্থিতিতেই আহমেদাবাদে শিহরণ! শিরোনামে পড়েই বুঝে নিয়েছেন যে, গুজরাতের শহর রাজসূয় যজ্ঞে মেতেছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিমান ও হোটেল ভাড়া। এই মুহূর্তে আহমেদাবাদে যাওয়া ও থাকার জন্য় রাশি রাশি টাকা দিতে তৈরি ফ্য়ানরা। গোটা দেশ কার্যত আহমেদাবাদ চলো ডাক দিয়েছে ১৯ নভেম্বর। বুকিংডটকম-এর হয়ে কান্ট্রি ম্য়ানেজার হিসেবে কাজ করেন সন্তোষ কুমার। ভারত, শ্রীলঙ্কা, মলদ্বীপ ও ইন্দোনেশিয়া দেখেন তিনি। সন্তোষ এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মে বলেন, 'ক্রিকেট বিশ্বকাপের সময় থেকেই আয়োজক শহরগুলিতে যাওয়া এবং থাকার জন্য় বুকিংয়ে বিরাট চাহিদা দেখা গিয়েছে। ভারত এখন ফাইনালে। উন্মাদনার পারদ চরমে। আহমেদাবাদে হোটেল বুকিং থেকে শুরু করে ফ্লাইট বুকিংয়ের চাহিদা অস্বাভাবিক হারে বেড়েছে।'
একটু হোটেল ভাড়াগুলি জেনে নিন। হোটেলে ফাঁকা ঘরের ভিত্তিতেই তথ্য় দেওয়া হল। ভিভান্তা আহমেদাবাদ এসজি হাইওয়েতে, ১৮-২০ নভেম্বরের মধ্য়ে চেক-ইন করলে ডিলাক্স স্যুটের জন্য় দিতে হবে ৩ লক্ষ টাকার কিছু বেশি। ম্য়ারিয়ট আহমেদাবাদ সিন্ধু ভবন রোডে, ১৮-২০ নভেম্বরের মধ্য়ে চেক-ইন করলে, ডিলাক্স কিং রুমের জন্য় খরচ পড়বে ১ লক্ষ ৫৩ হাজার টাকার কিছু বেশি। আহমেদাবাদের তাজ স্কাইলাইন, ১৮-২০ নভেম্বরের মধ্য়ে ঘর ভাড়া নিচ্ছে ৩ লক্ষ ৫২ হাজার টাকা। লাক্সারি রুম কিং বেড পাওয়া যাবে। হায়াত রিজেন্সি আহমেদাবাদ, ১৮-২০ নভেম্বরের মধ্য়ে ঘর ভাড়া নিচ্ছে চার লক্ষ টাকার কিছু বেশি। গান্ধীনগরের দিকে আসলে খরচ কিছুটা কমছে। গান্ধীনগর হোটেলস গিফট সিটি ক্লাব, ১৮-২০ নভেম্বরের মধ্য়ে ঘর ভাড়া নিচ্ছে ১ লক্ষ ২০ হাজার টাকার কিছু বেশি। পাওয়া যাচ্ছে প্রিমিয়াম রুম। ফরচুন ইন হাভেলি ওই সময়ে ঘর দিচ্ছে ১ লক্ষ টাকায়। ডিলাক্স ডাবল রুম পাওয়া যাচ্ছে। তবে সিয়ারা স্টাইলস আম্বা স্যুইটসের ঘরভাাড়া অনেকটাই কম। ৫২ হাজার টাকার মতো নিচ্ছে তারা।
এবার একটু চোখ বুলিয়ে নেওয়া যাক বিমানভাড়ায়। এখানে সবই একপিঠের ভাড়ার কথা লেখা হচ্ছে। মুম্বই থেকে আহমেদাবাদ যাওয়ার খরচ পড়ছে ৪৫ হাজার ১৫৩ টাকা। নয়াদিল্লি থেকে আহমেদাবাদ যেতে লাগছে ৩২ হাজার ২৭৪ টাকা। বেঙ্গালুর থেকে আহমেদাবাদ যেতে ৬৫ হাজার ৯৯৮ টাকা খরচ। কলকাতা থেকে আহমেদাবাদ যেতে ৭১ হাজার ৩৫ টাকার মতো খরচ। চেন্নাই থেকে আহমেদাবাদের একপিঠের যাত্রার খরচ ৪৬ হাজার ৫৮১ টাকা। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইস জেটের বিমানে মোটামুটি একই ভাড়া।
আরও পড়ুন: WATCH: বিরাট-রোহিতের মুহূর্ত যাপন, আবেগে ভিজবে চোখ, শুধু দেখুন সেই ভিডিয়ো
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)