বিশ্বকাপে নেই পর্তুগালের ইউরোজয়ী দলের অনেক ফুটবলার
ইউরো কাপের ফাইনালে গোল করে পর্তুগালকে জেতানো সেন্টার ফরোয়ার্ড অ্যান্তোনিও এডারকে দেখা যাবে না রাশিয়া বিশ্বকাপে। পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস দলে রাখেননি তাঁকে।
নিজস্ব প্রতিবেদন : দু'বছর আগে ফ্রান্সকে হারিয়ে ইউরো কাপ জিতেছিল পর্তুগাল। রাশিয়া বিশ্বকাপের দলে ইউরো জয়ী পর্তুগালের অর্ধেক ফুটবলারকেই রাখলেন না কোচ ফার্নান্দো স্যান্টোস। বাদ পড়লেন নানি, রেনাতো স্যাঞ্চেজরা।
আরও পড়ুন- ফ্রান্সের ২৩ জনের বিশ্বকাপ দলে নেই লাকাজেত-মার্শিয়াল, রয়েছে আরও চমক
ইউরো কাপের ফাইনালে গোল করে পর্তুগালকে জেতানো সেন্টার ফরোয়ার্ড অ্যান্তোনিও এডারকে দেখা যাবে না রাশিয়া বিশ্বকাপে। পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস দলে রাখেননি তাঁকে। লাজিও-র উইঙ্গার নানি, বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রে গোমস, বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার রেনাতো স্যাঞ্চেজ, বেনফিকার ডিফেন্ডার এলিসিও দল স্যান্টোসকেও রাশিয়া বিশ্বকাপের দলে রাখেননি কোচ স্যান্টোস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে অবশ্য দলে রয়েছেন অভিজ্ঞ রুই প্যাট্রিসিও, পেপে, ব্রুনো আলভেস, মুটিনহো, কার্ভালহো এবং রিকার্ডো কুরেসমা।
Estes são os nossos convocados para o Mundial! #ConquistaOSonho
This is our @FIFAWorldCup squad! #ConquerYourDream pic.twitter.com/0c1liMqG1U
— Portugal (@selecaoportugal) May 17, 2018
# এবার এক নজরে দেখে নিন পর্তুগালের বিশ্বকাপ দল -
গোলকিপার: অ্যান্থোনি লোপেজ, বেটো, রুই প্যাট্রিসিও
ডিফেন্ডার: ব্রুনো আলভেস, সোয়ারেস, জোস ফন্টে, মারিও রুই, পেপে, রাফায়েল, রিকার্ডো পেরেইরা ও রুবেন ডিয়াজ৷
মিডফিল্ডার: আদ্রিয়েন সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও মারিও, মুটিনহো, ম্যানুয়েল ফার্নান্ডেজ, উইলিয়াম কার্ভালহো৷
ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, বের্নান্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মার্টিনস, গুয়েডেস, রিকার্ডো কুরেসমা৷
বিশ্বকাপের দল বাছাইয়ে পর পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস জানিয়েছেন, "২৩ জনের দল বেছে নেওয়া খুব কঠিন কাজ ছিল। যারা ইউরো চ্যাম্পিয়ন দলে ছিল তাদেরকে কয়েকজনকে বাদ দিতে আমারও খারাপ লেগেছে।" গ্রুপ বি তে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে রয়েছে স্পেন, ইরান এবং মরক্কো। ১৫ জুন স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করবে রোনাল্ডোর পর্তুগাল।