সচিন থেকে বিরাট; কপিল দেবের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা ক্রিকেটমহলের

বিশ্বজয়ী অধিনায়কের দ্রুত আরোগ্য প্রার্থনায় টুইট করেছে BCCI

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 23, 2020, 06:10 PM IST
সচিন থেকে বিরাট; কপিল দেবের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা ক্রিকেটমহলের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে চিকিত্সাধীন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব। অ্যাঞ্জিওপ্লাস্টির পর তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকরা। ৬২ বছর বয়সী তিরাশির বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের সুস্থতা প্রার্থনায় সচিন তেন্ডুলকর থেকে ভারত অধিনায়ক বিরাট কোহলি।

 

 

 

 

 

 

 

হরিয়ানা হ্যারিকেনের সুস্থতা কামনা করে প্রার্থনা জানিয়েছেন মদন লাল,লক্ষ্মণ, সেওয়াগ, যুবরাজ, কুম্বলে, হরভজন, গম্ভীরদের মতো প্রাক্তনরা।

 

 

 

 

 

অশ্বিন-রাহানে-শিখর ধাওয়ানরাও টুইট করে কপিল দেবের সুস্থতা কামনা করেছেন।

 

 

 

বিশ্বজয়ী অধিনায়কের দ্রুত আরোগ্য প্রার্থনায় টুইট করেছে BCCI।

 

আরও পড়ুন - কোভিড মুক্ত হয়ে বার্সেলোনার বিরুদ্ধে খেলবেন রোনাল্ডো, আশাবাদী মেসি

.