Novak Djokovic, Wimbledon 2022: বিপক্ষকে হেলায় হারিয়ে তৃতীয় রাউন্ডে জোকার
শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন সার্বিয়ার তারকা। ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড বা ড্রপ শট, সব দিক থেকেই জোকোভিচ এ দিন টেক্কা দিলেন বিপক্ষকে।
নিজস্ব প্রতিবেদন: প্রথম ম্যাচে হোঁচট খেয়েও জিতেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে ঘাসের কোর্টে ধরা দিলেন নিজের মেজাজে। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি উইম্বলডনের (Wimbledon 2022) তৃতীয় রাউন্ডে চলে গেলেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। অস্ট্রেলিয়ার থানাসি কোক্কিনাকিসকে (Thanasi Kokkinakis) হারালেন ৬-১, ৬-৪, ৬-২ গেমে। উইম্বলডনের সেন্টার কোর্টে ম্যাচ জিততে সময় লাগল দু’ঘণ্টার সামান্য বেশি সময় নিলেন জোকার। পরের রাউন্ডে তিনি খেলবেন মিয়োমির ক্রেচমানোভিচের বিরুদ্ধে।
শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন সার্বিয়ার তারকা। ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড বা ড্রপ শট, সব দিক থেকেই জোকোভিচ এ দিন টেক্কা দিলেন বিপক্ষকে। বিশ্বের ৭৯ নম্বর থানাসিকে গোটা ম্যাচে মোট পাঁচ বার ব্রেক করেছেন তিনি। ঘাসের কোর্টে সাম্প্রতিক কালের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিলেন জোকোভিচ।
Wimbledon (@Wimbledon) June 29, 2022
এ দিকে বুধবার পুরুষ এবং মহিলা, দু’টি বিভাগেই অঘটন হয়েছে। ফরাসি ওপেনের ফাইনালিস্ট ক্যাসপার রুড দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন। ফ্রান্সের উগো হামবার্টের কাছে ৬-৩, ২-৬, ৫-৭, ৪-৬ হেরে গিয়েছেন তিনি। মহিলা বিভাগে দ্বিতীয় বাছাই অ্যানেট কন্টাভেট হেরে গিয়েছেন। তিনি ৪-৬, ০-৬ হেরেছেন জুল নিয়েমিয়েরের বিরুদ্ধে। জেলেনা অস্টাপেঙ্কো ৬-২, ৬-২ হারিয়েছেন ইয়ানিনা উইকমায়ারকে। ষষ্ঠ বাছাই ক্যারোলিন প্লিসকোভা ৭-৬, ৭-৫ হারিয়েছেন তেরেজা মার্তিনকোভাকে।
আরও পড়ুন: Jasprit Bumrah, ENG vs IND: বিরল নজির, রঞ্জিতে নেতৃত্ব না দিয়েই জাতীয় দলে নেতা হচ্ছেন জসপ্রীত বুমরা
আরও পড়ুন: Umran Malik: বিশ্বের গতির রাজাদের তালিকায় কত নম্বরে রয়েছেন 'শ্রীনগর এক্সপ্রেস'? ছবিতে দেখুন