সেরেনা, ওজনিয়াকির পর এবার ঘাসের কোর্টে বিদায় `ফেভরিট` শারাপোভারও

ফরাসি ওপেন জেতার পর ষষ্ঠ গ্র্যান্ড স্লামের লক্ষ্যে অল ইংল্যান্ড ক্লাবে খেলছিলেন তিনি। ফেভারিটও ছিলেন। তিনি স্বপ্নপূরণ হল না মারিয়া শারাপোভার। চতুর্থ রাউন্ডে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারে কাছে হেরে এ বছরের মতো ঘাসের কোর্ট ছাড়লেন টেনিসের গ্ল্যামার গার্ল। মঙ্গলবার শারাপোভাকে ৭-৬, ৪-৬, ৬-৪ সেটে হারান কারবার।

Updated By: Jul 1, 2014, 10:24 PM IST

ফরাসি ওপেন জেতার পর ষষ্ঠ গ্র্যান্ড স্লামের লক্ষ্যে অল ইংল্যান্ড ক্লাবে খেলছিলেন তিনি। ফেভারিটও ছিলেন। তিনি স্বপ্নপূরণ হল না মারিয়া শারাপোভার। চতুর্থ রাউন্ডে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারে কাছে হেরে এ বছরের মতো ঘাসের কোর্ট ছাড়লেন টেনিসের গ্ল্যামার গার্ল। মঙ্গলবার শারাপোভাকে ৭-৬, ৪-৬, ৬-৪ সেটে হারান কারবার।

কোয়ার্টার ফাইনালে কানাডার ইউজিনি বুচারের মুখোমুখি কারবার। দশ বছর আগে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ১৭ বছর বয়সে প্রথম উইম্বলডন জিতে ইতিহাস গড়েছিলেন মাশা। কিন্তু তারপর থেকে টানা ৯ বছরে কখনই চতুর্থ রাউন্ডের গণ্ডি টপকাতে পারেননি তিনি।

আগেই বিদায় নিয়েছেন সেরেনা উইলিয়ামস ও ক্যারোলিন ওজনিয়াকি। শারাপোভার বিদায়ে মহিলাদের সর্বোচ্চ বাছাই হিসেবে টুর্নামেন্টে টিকে রইলেন তৃতীয় বাছাই সিমোনা হালেপ।

.