Mohammed Siraj, WI vs IND: গোড়ালিতে চোট! এশিয়া কাপের আগে দলের বাইরে গিয়ে রোহিতের চাপ বাড়ালেন সিরাজ
সিরাজ দেশে ফেরায় চলতি সফরে ভারতের একদিনের দলে পেসার হিসাবে জয়দেব উনাদকাট, শার্দূল ঠাকুর, হার্দিক পান্ডিয়া, মুকেশ কুমার ও উমরান মালিক রয়েছেন। মহম্মদ শামিকে এই সিরিজে বিশ্রাম দেওয়ায় ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সিরাজের। কিন্তু তাঁর গোড়ালিতে চোট দেখে একদিনের সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিসিআই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোট-আঘাত যেন টিম ইন্ডিয়ার (Team India) নিত্যসঙ্গী হয়ে গিয়েছে। এবার চোটের কবলে পড়লেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ফলে রোহিত শর্মার (Rohit Sharma) যে চাপ বাড়ল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দুটি টেস্ট খেলার পরেই গোড়ালিতে চোট পেয়েছেন সিরাজ। এদিকে সামনেই এশিয়া কাপ (Asia Cup 2023)। এবং ঘরের মাঠে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) আগে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ওডিআই সিরিজ রয়েছে। আর তাই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫০ ওভারের ফরম্যাটের সিরিজে ভারতের এই তারকা জোরে বোলারকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হল। আপাতত কয়েক দিন পরিবারের সঙ্গে কাটিয়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) যোগ দেবেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে সিরাজের বদলি হিসেবে অন্য কোনও বোলারকে দলে নেওয়া হয়নি।
সদ্যই বোর্ডের তরফে এক বিবৃতিতে একথা জানিয়ে দেওয়া হল। সিরাজের ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিরাজের বদলে কাউকে নেওয়া হয়নি। সিরাজের সঙ্গে দেশে ফিরছেন রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত ও নবদীপ সাইনিও ভারতে ফিরেছেন। তাঁরা শুধু টেস্ট সিরিজের দলে ছিলেন। ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজের দলে না থাকায় দেশে ফিরেছেন তাঁরা।
— BCCI (@BCCI) July 27, 2023
সিরাজ দেশে ফেরায় চলতি সফরে ভারতের একদিনের দলে পেসার হিসাবে জয়দেব উনাদকাট, শার্দূল ঠাকুর, হার্দিক পান্ডিয়া, মুকেশ কুমার ও উমরান মালিক রয়েছেন। মহম্মদ শামিকে এই সিরিজে বিশ্রাম দেওয়ায় ভারতের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সিরাজের। কিন্তু তাঁর গোড়ালিতে চোট দেখে একদিনের সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিসিআই।
চলতি বছর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপ রয়েছে। আবার সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচের সিরিজ রয়েছে। সেই সময় টানা ম্যাচ খেলতে হবে সিরাজকে। সেটা মাথায় রেখেই সম্ভবত তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভালো পারফরম্যান্স করেছিলেন সিরাজ। দুই টেস্টে ৭টি উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। হয়েছিলেন ম্যাচের সেরা। ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত এক দিনের ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছেন সিরাজ, যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক। আর তাই এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে সিরাজকে পুরো ফিট রাখতেই তাঁকে বিশ্রাম দেওয়া হল।