ধোনিকে পদত্যাগ করতে বলার প্রশ্নই নেই: শ্রীনি

মহেন্দ্র সিং ধোনির হয়ে ব্যাট ধরলেন এন শ্রীনিবাসন। ইন্ডিয়া সিমেন্ট ধোনির ভূমিকা নিয়ে মন্তব্যে নারাজ শ্রীনি জানিয়েছেন ধোনিকে পদত্যাগ করতে বলার কোনও প্রশ্নই ওঠে না। প্রসঙ্গত ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ইন্ডিয়া সিমেন্টে পদাধিকারী ধোনির এর পিছনে কী স্বার্থ আছে প্রশ্ন উঠেছিল তা নিয়ে।

Updated By: Dec 1, 2014, 04:54 PM IST
ধোনিকে পদত্যাগ করতে বলার প্রশ্নই নেই: শ্রীনি

চেন্নাই: মহেন্দ্র সিং ধোনির হয়ে ব্যাট ধরলেন এন শ্রীনিবাসন। ইন্ডিয়া সিমেন্ট ধোনির ভূমিকা নিয়ে মন্তব্যে নারাজ শ্রীনি জানিয়েছেন ধোনিকে পদত্যাগ করতে বলার কোনও প্রশ্নই ওঠে না। প্রসঙ্গত ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন ইন্ডিয়া সিমেন্টে পদাধিকারী ধোনির এর পিছনে কী স্বার্থ আছে প্রশ্ন উঠেছিল তা নিয়ে।

বিসিসিআই-এর নির্বাসিত প্রেসিডেন্ট আইপিএল স্পট ফিক্সিং নিয়েও মুখ খুলতে চাননি। আইপিএল স্পট ফিক্সিং নিয়ে জাস্টিস মুদগল কমিটির তদন্ত রিপোর্ট এখন সুপ্রিমকোর্টের হাতে। সেই রিপোর্টের বেশ কিছু তথ্য সামনে আসায় ক্রিকেটের দুনিয়ায় এখন তোলপাড় চলছে। এই শ্রীনিকে ক্লিনচিট দিলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে স্পট ফিক্সিং শ্রীনির অজ্ঞাতে হয়নি। শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে সরাসরি নিজে যুক্ত না থাকলেও সব জেনেও কেন চুপ ছিলেন আইসিসি প্রধান।

সাংবাদিকদের শ্রীনি জানিয়েছেন ''সমস্ত বিষয়টাই এখন আদালতের আওতায়। আমি এই বিষয়ে কোনও কথা বলত্র পারি না।''

ধোনির প্রসঙ্গ ওঠায় আরও রক্ষণাত্মক হয়ে ওঠেন তিনি। ভারতীয় দলের অধিনায়ক হওয়া সত্ত্বেও কীভাবে শ্রীনির কোম্পানির উচ্চপদে ধোনি থাকতে পারেন সে বিষয়ে একটি কথাও খরচ করেননি প্রাক্তন বিসিসিআই প্রধান।  

এই বিষয়ে ধোনি ও শ্রীনির স্বার্থ নিয়ে আক্রমনাত্মক মন্তব্য করেছিল অ্যাপেক্স কোর্ট।

ধোনিকে তিনি কি সরে দাঁড়াতে বলবেন? এই প্রশ্নের উত্তরে শ্রীনিবাসন জানান 'আমি কেন ওকে পদত্যাগ করতে বলব?''

এরপর ইন্ডিয়া সিমেন্টে ধোনির ভূমিকা কী জিজ্ঞাসা করা হলে বেশ রাগত স্বরেই শ্রীনি জানান ''আমি কেন আপনাদের সেটা জানাব?''

মুদগল কমিটির রিপোর্ট সামনে আসার পর অস্বতিতে টিম শ্রীনি। বিসিসিআই-এর সর্বময় কর্তা হয়ে তাঁর ফিরে আসার সম্ভাবনাও বর্তমানে বিশ বাঁও জলে।

 

.