বোলারদের ত্রাস সনত্ জয়সূর্য এখন হাঁটতেও অক্ষম
একদিনের ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান সনত্ জয়সূর্য ক্রাচ ছাড়া হাঁটতে অক্ষম।
ওয়েব ডেস্ক: তাঁর ঠ্যাঙানিতে চোখে সর্ষে ফুল দেখত বোলাররা। স্পিন বোলিংয়েও কামলা করতেন। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার প্রথম বিশ্বকাপ জয়ে অন্যতম অবদান ছিল সনত্ জয়সূর্যের। প্রথম ১৫ ওভারে বিধ্বংসী ব্যাটিংয়ের কৌশল বিশ্বকে দেখিয়েছিলেন তিনি। সেই সনত্ জয়সূর্যই এখন ঠিকমতো হাঁটতে পারছেন না।
হাঁটুর চোটে কাহিল ৪৮ বছরের জয়সূর্য। বেশ কয়েকদিন ধরেই ভুগছেন তিনি। হাঁটতে হচ্ছে ক্রাচে ভর করে। অস্ত্রোপচারের জন্য শীঘ্রই মেলবোর্নে উড়ে যাবেন জয়সূর্য।
আরও পড়ুন- বিদেশে পুরনো রোগে আক্রান্ত হলেন বিরাট কোহলি, বেকায়দায় ভারত
COLOMBO Former Sri Lanka captain Sanath Jayasuriya is suffering from a knee injury and is even unable to walk without crutches. love for Jayasuriya the best pic.twitter.com/IIdvDVtlXS
(@MussaTariq) January 4, 2018
জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর সনত্ জয়সূর্যকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখবেন চিকিত্সকরা। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে নির্বাচক কমিটির প্রধান ছিলেন সনত্ জয়সূর্য। দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার খারাপ পারফরম্যান্সের পর ইস্তফা দিতে বাধ্য হন তিনি। একদিনের ক্রিকেটে পরিসংখ্যানের বিচারে সর্বকালীন সেরাদের তালিকায় থাকবেন জয়সূর্য। ওয়ানডে ক্রিকেটে তাঁর ভাঁড়ারে ১৩,৪৩০ রান। ৩২৩টি উইকেট।