হারের ময়নাতদন্ত করতে নেমে কী বলছেন, ভারতের প্রাক্তন ক্রিকেটাররা?

যে অস্ট্রেলিয়া উড়ে যাবে ৪-০ ব্যবধানে, সেই অস্ট্রেলিয়াই নাকি প্রথম টেস্ট জিতল আড়াই দিনে! শুধু বিরাট কোহলিদের ব্যাটিং ব্যর্থতাই নয়, পিচ নিয়ে ভারতীয় দলের স্ট্র্যাটেজিও দায়ী পুণে টেস্ট হারের জন্য। ভারতের হারের ময়নাতদন্ত করতে নেমে এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। ভারতের প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখার্জি মনে করছেন স্লো-টার্নার বানিয়ে জয় পেতে অভ্যস্ত হয়ে পড়েছিল বিরাট কোহলিরা। সেটাই এবার বুমেরাং হয়েছে।

Updated By: Feb 26, 2017, 11:02 PM IST
 হারের ময়নাতদন্ত করতে নেমে কী বলছেন, ভারতের প্রাক্তন ক্রিকেটাররা?

ওয়েব ডেস্ক: যে অস্ট্রেলিয়া উড়ে যাবে ৪-০ ব্যবধানে, সেই অস্ট্রেলিয়াই নাকি প্রথম টেস্ট জিতল আড়াই দিনে! শুধু বিরাট কোহলিদের ব্যাটিং ব্যর্থতাই নয়, পিচ নিয়ে ভারতীয় দলের স্ট্র্যাটেজিও দায়ী পুণে টেস্ট হারের জন্য। ভারতের হারের ময়নাতদন্ত করতে নেমে এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। ভারতের প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখার্জি মনে করছেন স্লো-টার্নার বানিয়ে জয় পেতে অভ্যস্ত হয়ে পড়েছিল বিরাট কোহলিরা। সেটাই এবার বুমেরাং হয়েছে।

আরও পড়ুন একা সামলালেন ঝাড়খন্ডের ব্যাটিং বিপর্যয়, ধোনি ধামাকায় মাতল ইডেন

পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পাঁচ বোলার নিয়ে খেলার পরিকল্পনারও সমালোচনা করছেন অনেকেই। পাশাপাশি প্রাক্তনদের মতে স্পিনের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলনেও বেশ খামতিই ছিল ভারতীয় ব্যাটসম্যানদের।

আরও পড়ুন  সৌরভের রেকর্ড ভেঙে দিলেন এবি ডিভিলিয়ার্স

 

.