আজ রাতে সেমিতে ফ্রান্সের কাদের দিকে নজর রাখবেন

কয়েক বছরের মধ্যে ফ্রান্স দলে ব্যাপক পরিবর্তন। মাঝের খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে জিদানের দেশ। ইউরোয় মাঠে ফুল ফোটাচ্ছে দেশঁ ব্রিগেড। লেস ব্লুজরা গোল করছেন নিয়োমিত। দলগত পারফরম্যান্সের ওপর ভরসা রাখলেও জার্মানির বিরুদ্ধে ম্যাচে ফ্রান্সের ভরসা পিপিজি।

Updated By: Jul 7, 2016, 04:57 PM IST
আজ রাতে সেমিতে ফ্রান্সের কাদের দিকে নজর রাখবেন

ওয়েব ডেস্ক: কয়েক বছরের মধ্যে ফ্রান্স দলে ব্যাপক পরিবর্তন। মাঝের খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে জিদানের দেশ। ইউরোয় মাঠে ফুল ফোটাচ্ছে দেশঁ ব্রিগেড। লেস ব্লুজরা গোল করছেন নিয়োমিত। দলগত পারফরম্যান্সের ওপর ভরসা রাখলেও জার্মানির বিরুদ্ধে ম্যাচে ফ্রান্সের ভরসা পিপিজি।

অ্যান্টনিও গ্রেইজম্যান-
ম্যাচ-৩২
গোল-১১
বয়স-২৫

 

পল পোগবা-
ম্যাচ-৩৬
গোল-৬
বয়স-২৩

 

দিমিত্রি পায়েত-
ম্যাচ-২৪
গোল-৬
বয়স-২৯

 

পোগবা,পায়েত,গ্রেইজম্যানদের দাপটে ফরাসি ব্রিগেডে একজন আড়ালে পড়ে গিয়েছেন। অলিভার জিরুড। আর্সেনালে খেলা এই স্ট্রাইকার বক্সে যা দাপট দেখাচ্ছেন তাতে আতঙ্ক সৃষ্টি হচ্ছে বিপক্ষ রক্ষণে। জার্মানির তারকা গোলরক্ষক ম্যানুয়াল নয়্যারকে যখন সামনে পেয়েছেন গোল করেছেন জিরুড।সেই ট্র্যাক রেকর্ড বৃহস্পতিবার রাতেও ধরে রাখতে চাইছেন এই তারকা স্ট্রাইকার।

 

.