শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ, তাড়াহুড়ো নেই সচিন-সৌরভ-লক্ষ্মণদের

ভারতীয় ক্রিকেট দলের কোচ কে হবেন তা ঠিক হল না প্রথম পরামর্শদাতা কমিটির বৈঠকে। সিএবিতে এই বৈঠকে বিষয়টি আলোচনা হলেও একটু ধীরে চলো নীতি নিলেন কমিটির তিন সদস্য সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ। কোচেদের একটি শর্টলিস্ট তৈরি হয়েছে। কিন্তু সৌরভরা দেখে নিতে চাইছেন বর্তমান ভারতীয় দলের জন্য কী ধরনের কোচ প্রয়োজন। দেশী না বিদেশি কোচ উপযুক্ত হবে? বৈঠক শেষে সৌরভ বলেন তারা যদি ভাল মানের দেশী কোচ পেয়ে যান তাহলে বোর্ডকে সেদিকটিও খতিয়ে দেখতে বলবেন। বিদেশি কোচের মধ্যে অ্যান্ডি ফ্লাওয়ারের নাম থাকলেও সৌরভ জানিয়ে দিলেন জিম্বাবোয়ের এই প্রাক্তন অধিনায়ক শেষ মূহুর্তে অনিশ্চিত হয়ে পড়েছেন। তবে সৌরভ বলেন যেই কোচ হোন কেন তাকে ইন্টারভিউ করেই নেওয়া হবে। সচিন প্রায় দেড়মাস বিদেশে থাকবেন। তাই কোচের বিষয়ে তার সঙ্গে আলোচনা টেলিকনফারেন্সেই সেরে  নিতে চান সৌরভরা। অগাস্টে শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

Updated By: Jun 7, 2015, 09:44 AM IST
শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ, তাড়াহুড়ো নেই সচিন-সৌরভ-লক্ষ্মণদের

ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের কোচ কে হবেন তা ঠিক হল না প্রথম পরামর্শদাতা কমিটির বৈঠকে। সিএবিতে এই বৈঠকে বিষয়টি আলোচনা হলেও একটু ধীরে চলো নীতি নিলেন কমিটির তিন সদস্য সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ। কোচেদের একটি শর্টলিস্ট তৈরি হয়েছে। কিন্তু সৌরভরা দেখে নিতে চাইছেন বর্তমান ভারতীয় দলের জন্য কী ধরনের কোচ প্রয়োজন। দেশী না বিদেশি কোচ উপযুক্ত হবে? বৈঠক শেষে সৌরভ বলেন তারা যদি ভাল মানের দেশী কোচ পেয়ে যান তাহলে বোর্ডকে সেদিকটিও খতিয়ে দেখতে বলবেন। বিদেশি কোচের মধ্যে অ্যান্ডি ফ্লাওয়ারের নাম থাকলেও সৌরভ জানিয়ে দিলেন জিম্বাবোয়ের এই প্রাক্তন অধিনায়ক শেষ মূহুর্তে অনিশ্চিত হয়ে পড়েছেন। তবে সৌরভ বলেন যেই কোচ হোন কেন তাকে ইন্টারভিউ করেই নেওয়া হবে। সচিন প্রায় দেড়মাস বিদেশে থাকবেন। তাই কোচের বিষয়ে তার সঙ্গে আলোচনা টেলিকনফারেন্সেই সেরে  নিতে চান সৌরভরা। অগাস্টে শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

.