ইউরোপীয় বডি ফুটবলকে হারিয়ে জয় ল্যাটিন শিল্পের, ত্রিমুকুটের মালিক বার্সা

চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা। ফাইনালে জুভেন্টাসকে হারাল ৩-১ গোলে। লা লিগা, কোপা ডেল রের পর ইউরোপ সেরা হয়ে চলতি মরশুমে ত্রিমুকুট জিতল মেসি, সুয়ারেজ, ইনিয়েস্তা, নেইমাররা। খেলা শুরুর ৪ মিনিটের মধ্যেই গোল পায় বার্সেলোনা। ইভান রাকিটিকের দুরন্ত শটে পরাস্ত হন বুফোঁ। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে আলভেরো মোরাতার গোলে সমতা ফেরায় জুভেন্টাস। কার্লস তেভেজের শট আংশিক ভাবে আটকান বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে তের স্তেগান। সেই বল জালে পাঠান মোরাতা। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল পায় বার্সেলোনা। মেসির দুরন্ত শট কোনওমতে আটকান জুভেন্টাসের এলিট গোলরক্ষক বুফোঁ। ফিরতি বল গোলে পাঠান সুয়ারেজ। এরপর আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমে উঠলেও গোলের দরজা খুলতে পারেনি জুভেন্টাস। উল্টো দিকে বেশ কয়েকবার গোল করার মত পরিস্থিতি তৈরি করেছিল বার্সেলোনাও। কিন্তু গোল সংখ্যা বাড়ছিল না। অবশেষে ম্যাচের একেবারে শেষ লগ্নে, ইঞ্জুরি টাইমে দলের হয়ে তৃতীয় গোলটি করেন নেইমার। কোচ হিসেবে প্রথম মরশুমেই সফল লুই এনরিকে। এই নিয়ে দ্বিতীয়বার ত্রিমুকুট জিতল বার্সেলোনা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে সুয়ারেজ, মেসিদের হাতে ট্রফি তুলে দেন UEFA সভাপতি মিশেল প্লাতিনি।

Updated By: Jun 7, 2015, 09:30 AM IST
ইউরোপীয় বডি ফুটবলকে হারিয়ে জয় ল্যাটিন শিল্পের, ত্রিমুকুটের মালিক বার্সা

ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা। ফাইনালে জুভেন্টাসকে হারাল ৩-১ গোলে। লা লিগা, কোপা ডেল রের পর ইউরোপ সেরা হয়ে চলতি মরশুমে ত্রিমুকুট জিতল মেসি, সুয়ারেজ, ইনিয়েস্তা, নেইমাররা। খেলা শুরুর ৪ মিনিটের মধ্যেই গোল পায় বার্সেলোনা। ইভান রাকিটিকের দুরন্ত শটে পরাস্ত হন বুফোঁ। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে আলভেরো মোরাতার গোলে সমতা ফেরায় জুভেন্টাস। কার্লস তেভেজের শট আংশিক ভাবে আটকান বার্সেলোনার গোলরক্ষক মার্ক আন্দ্রে তের স্তেগান। সেই বল জালে পাঠান মোরাতা। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল পায় বার্সেলোনা। মেসির দুরন্ত শট কোনওমতে আটকান জুভেন্টাসের এলিট গোলরক্ষক বুফোঁ। ফিরতি বল গোলে পাঠান সুয়ারেজ। এরপর আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমে উঠলেও গোলের দরজা খুলতে পারেনি জুভেন্টাস। উল্টো দিকে বেশ কয়েকবার গোল করার মত পরিস্থিতি তৈরি করেছিল বার্সেলোনাও। কিন্তু গোল সংখ্যা বাড়ছিল না। অবশেষে ম্যাচের একেবারে শেষ লগ্নে, ইঞ্জুরি টাইমে দলের হয়ে তৃতীয় গোলটি করেন নেইমার। কোচ হিসেবে প্রথম মরশুমেই সফল লুই এনরিকে। এই নিয়ে দ্বিতীয়বার ত্রিমুকুট জিতল বার্সেলোনা। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে সুয়ারেজ, মেসিদের হাতে ট্রফি তুলে দেন UEFA সভাপতি মিশেল প্লাতিনি।

 

.