Messi’s Bodyguard: মেসির দেহরক্ষী কে? পান আকাশচুম্বী পারিশ্রমিক, ছিলেন বিশেষ বাহিনীতে!

Who is Messi’s bodyguard at Inter Miami: ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে আঠার মতো জুড়ে থাকেন তিনি। মেসির উপর কারোর ছায়াও পড়তে দেন না। এখন প্রশ্ন কে মেসির দেহরক্ষী!

Updated By: Oct 5, 2023, 03:55 PM IST
Messi’s Bodyguard: মেসির দেহরক্ষী কে? পান আকাশচুম্বী পারিশ্রমিক, ছিলেন বিশেষ বাহিনীতে!
মেসির দেহরক্ষীর বায়োডেটাই আলাদা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিয়োনেল মেসি (Lionel Messi), তাঁকে বিশ্ব ফুটবলের 'হটেস্ট প্রপার্টি' বললেও কোনও ভুল হবে না। ইন্টার মায়ামির (Inter Miami) সুপারস্টার ও আর্জেন্টিনার ভুবনজয়ী অধিনায়ক সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ভক্তের ভগবান তিনি। ফ্য়ানরা শুধু তাঁর এক ঝলক পাওয়ার জন্য চূড়ান্ত পাগলামি করেন, বোঝাই যাচ্ছে যে, এহেন মেসির পক্ষে জনসমক্ষে কোথাও একা বিচরণ করা সম্ভব নয়। তাঁর মতো একজন সুপার সেলেবের নিরাপত্তায় একজন ব্যক্তিই। যিনি মেসিকে কার্যত মুড়িয়ে রাখেন। গলতে দেন না মাছিও। ধারেকাছে ঘেঁষতে দেন না কাউকে। এমনকী মাঠে মেসি খেললে তিনি মাঠের সাইডলাইন বরাবর ছোটাছুটি করেন। মেসিকে কোনও ফ্যান আলিঙ্গন করতে আসলে, নিরাপত্তারক্ষী ছুটে আসার আগে তাঁর দেহরক্ষী চলে আসেন। এখন প্রশ্ন কে এই ব্য়ক্তি? মায়ামিতে আসার পর মেসির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ইয়াসিন চুকো (Yassine Chueko)। 

আরও পড়ুন: WATCH: '১০০ বার বলেছি...' বিরিয়ানিতে ক্লান্ত বাবর! শাস্ত্রীর প্রশ্নে হতাশ পাক অধিনায়ক

মেসির ছায়াসঙ্গী ইয়াসিন কিন্তু আর পাঁচজন হাই-প্রোফাইল বডিগার্ডের চেয়ে একটু আলাদাই। ইয়াসিন অতীতে সামলেছেন ইউএস নেভি সিলস। মার্কিন নৌবাহিনীর এই বিশেষ শাখাকে বিশ্বের শ্রেষ্ঠ বিশেষ বাহিনী হিসেবে দেখা হয়। যারা জল-স্থল-বায়ুতে সমান বিচরণ করতে পারে। অত্যন্ত কঠোর প্রশিক্ষণের পরেই হওয়া যায় নেভি সিলসের সদস্য। ইয়াসিন সেই বাহিনীতে দীর্ঘ সময় কাজ করেছেন। ইয়াসিনের ইনস্টা প্রোফাইল ঘাঁটলে মেসির সঙ্গে একটি ছবিও পাওয়া যাবে না। অথচ সেখান ঢুঁ মারলেই দেখা যাবে যে, ইয়াসিন একজন এমএমএ ফাইটার। অর্থাৎ মিক্সড মার্শাল আর্টে তিনি পটু। অসাধারণ চেহারার ধরে রাখতে নিয়মিত ওয়ার্কআউট করেন তিনি। কারণ মেসির দেহরক্ষীর দেহ যে, আলাদাই হবে, তা বলার অপেক্ষা রাখে না। মেসির সঙ্গে যতক্ষণ থাকেন, ততক্ষণ তাঁকে কালো টি-শার্টে দেখা যায়। তবে তিনি যখন খালি গায়ে লড়াই করেন বা ছবি পোস্ট করেন, তখন বোঝা যায় যে, কী জিনিস তিনি। মেসির বিশেষ দায়িত্ব পালনের জন্য ইয়াসিন বার্ষিক ২৯ কোটি টাকা নিয়ে থাকেন। 

আরও পড়ুন: World Cup 2023: বাবা বিশ্ববিখ্যাত ক্রিকেটার, মেয়ে আসছেন কাপযুদ্ধ মাতাতে! কে এই পরম সুন্দরী?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

.