শুরু হচ্ছে ফুটবলের মহাসপ্তাহ, ৭ দিনে ৪ সেমিফাইনালে ৮ দল, জেনে নিন বিস্তারিত

 কখনও জাগতে হবে রাত তো কখনও উঠতে হবে একদম ভোরে। 

Updated By: Jul 4, 2021, 05:56 PM IST
শুরু হচ্ছে ফুটবলের মহাসপ্তাহ, ৭ দিনে ৪ সেমিফাইনালে ৮ দল, জেনে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন: আগামী সপ্তাহটা ফুটবল ফ্যানেদের কাছে আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। ইউরোপের শ্রেষ্ঠ ফুটবল খেলিয়ে দেশ হওয়ার লড়াইয়ের সঙ্গেই পাল্লা দিয়ে চলছে দক্ষিণ আমেরিকার সেরা ফুটবল টিম হওয়ার প্রতিযোগিতা। অর্থাৎ ইউরো কাপ (UEFA EURO 2020) ও কোপা আমেরিকা (Copa America 2021) ছুটছে একই সঙ্গে একই ট্র্যাকে।

এবার জোড়া ইউরো সেমিফাইনালের সঙ্গেই রয়েছে জোড়া কোপা সেমি ফাইনাল। অর্থাৎ ৭ দিনে ৪ সেমিফাইনালে খেলবে মোট ৮ দল। মেসি-নেইমারদের সঙ্গেই হ্যারি কেন, লরেঞ্জো ইনসিগনেরা খেলবেন। চার সেমিফাইনালের ম্যাচ দেখার জন্য কখনও জাগতে হবে রাত তো কখনও উঠতে হবে একদম ভোরে। আবার কখনও রাত জেগেও ভোরে দু'চোখের পাতা এক করা যাবে না। জেনে নিন কবে আর কোথায় ভারতীয় সময় দুই ভিন্ন টুর্নামেন্টের হাইভোল্টেজ শেষ চারের চার ম্যাচ দেখতে পাবেন।

ইউরো কাপ:

৭ জুলাই (বুধবার): ভারতীয় সময়ে রাত ১২টা ৩০ মিনিটে ইউরোর প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইটালি ও স্পেন।
৮ জুলাই (বৃহস্পতিবার) ভারতীয় সময়ে রাত ১২টা ৩০ মিনিটে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও ডেনমার্ক।

(সেমিফাইনালের দু'টি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে)

কোপা আমেরিকা:

৬ জুলাই (মঙ্গলবার): ভারতীয় সময়ে ভোর ৪টা ৩০ মিনিটে কোপার প্রথম সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল ও পেরু।
৭ জুলাই (বুধবার): ভারতীয় সময়ে ভোর ৬টা ৩০ মিনিটে কোপার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও কলম্বিয়া।

ব্রাজিল-পেরু খেলবে রিও ডি জেনেইরোর এস্তাদিও নিল্টন স্যান্টোস স্টেডিয়ামে। আর্জেন্টিনা-কলম্বিয়া খেলবে ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে।

আরও পড়ুন: Copa America 2021: মেসি ম্যাজিকে কুপোকাত Equador, ৩-০ গোলে জয়ী Argentina

আরও পড়ুন: Copa America 2021: গোলশূন্য গোটা ম্যাচ, টাইব্রেকারে Uruguay-কে হারিয়ে সেমিফাইনালে Colombia

আরও পড়ুন: Euro 2020: গোল অধরা Ukraine-র, চার গোলে দাপুটে জয় ছিনিয়ে সেমিফাইনালে England

আরও পড়ুন: UEFA EURO 2020: ড্যানিশ ঝড়ে Czech মেট! ২৯ বছর পর ইউরো সেমিফাইনালে Denmark

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.