IND vs WI 1st Test Live Streaming: কখন কোথায় কীভাবে দেখবেন ভারত-উইন্ডিজ প্রথম টেস্ট?

When and where to watch India Vs West Indies 1st Test: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভরাডুবি ভুলে, ভারতকে এবার তাকাতে হবে সামনের দিকে। ভারত এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজে।   

Updated By: Jul 11, 2023, 09:09 PM IST
IND vs WI 1st Test Live Streaming: কখন কোথায় কীভাবে দেখবেন ভারত-উইন্ডিজ প্রথম টেস্ট?
এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট যুদ্ধ শুরু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের (WTC Final 2023) পর বেশ কিছুটা সময় কেটে গিয়েছে। ভারতীয় দলের নিয়মিত সদস্যরা, ছোট্ট ব্রেকে বিদেশে ছুটি কাটিয়ে ফের জড়ো হয়েছে মাঠে। টিম ইন্ডিয়া এখন ওয়েস্ট ইন্ডিজে (India's tour of West Indies 2023)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma and Co) ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলতে যাচ্ছে। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতে তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়ছে (ICC World Test Championship 2023-2025)। ফের লড়াই শুরু অধরা টেস্ট মেসের জন্য।  আগামিকাল অর্থাৎ বুধবার থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

আরও পড়ুন: Rohit Sharma And Ajinkya Rahane, WI vs IND: রাহানের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করে বসলেন ভারত অধিনায়ক! দেখুন রোহিতের অন্য অবতার

কবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে?
১২ জুলাই, বুধবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট হবে।

কখন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু হবে সকাল নাড়ে ন'টা (ভারতে যা সন্ধে সাতটা) থেকে। 

কোথায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ কোথায় দেখা যাবে?
ডমিনিকার উইন্ডসর পার্কে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচ দেখা যাবে।

অনলাইনে কোথায় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট দেখা যাবে?
JioCinema ও Fancode ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের অনলাইন স্ট্রিম করবে।

টিভি-তে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট দেখা যাবে?
Doordarshan (DD) Sports- এ দেখা যাবে ফ্রি কেবল নেটওয়ার্কে। কোনও DTH -এ দেখা যাবে না।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট এবং নবদীপ সাইনি।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: ক্রেগ ব্রেথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, অ্যালিক অ্যাথানজে, টেগনারিন চন্দ্রপাল, রহিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কির্ক ম্যাকেনজি, রেমন রেইফার, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান।

১২-১৬ জুলাই ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু প্রথম টেস্ট শেষের চারদিন পর থেকে। ২০-২৪ জুলাই ত্রিনিদাদের কুইন'স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ ডিসাইডার ম্যাচই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট। তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৭ জুলাই, বার্বাডোজের কেনসিংটন ওভালে। দ্বিতীয় ওয়ানডে ২৯ জুলাই, এই কেনসিংটন ওভালেই। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ ১ অগাস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দু'দিনের মধ্যে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। যে ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ানডে ম্যাচ খেলবে, সেই স্টেডিয়ামেই শুভারম্ভ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের। ৩ আগস্ট প্রথম কুড়ি ওভারের যুদ্ধ। ৬ আগস্ট দ্বিতীয় টি-২০ ম্যাচ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। তৃতীয় টি-২০ ৮ আগস্ট এই মাঠেই। চতুর্থ (১২ আগস্ট) ও পঞ্চম টি-২০ ম্যাচ (১৩ আগস্ট) দু'টি হবে মার্কিন মুলুকে। ফ্লোরিডার লডারহিলে অবস্থিত সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে।

আরও পড়ুন: Virat Kohli, WI vs IND: আইডল সচিনের কোন বিরল রেকর্ডে ভাগ বসাতে চলেছেন 'কিং কোহলি'? জানতে পড়ুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.