India vs New Zealand 1st T20I: কখন আর কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?

এই সিরিজ দিয়েই কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভারতীয় দলের সঙ্গে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। 

Updated By: Nov 16, 2021, 05:05 PM IST
India vs New Zealand 1st T20I: কখন আর কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ

নিজস্ব প্রতিবেদন: সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা অতীত। ভারতের সামনে এখন নিউজিল্য়ান্ড চ্যালেঞ্জ। রোহিত শর্মা অ্যান্ড কোং নিজেদের ঘরের মাঠে টিম সাউদির নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে। এই সিরিজ দিয়েই কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভারতীয় দলের সঙ্গে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। অন্যদিকে বিরাট কোহলি টি-২০ ক্যাপ্টেনসি ছেড়ে দেওয়ায় ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে জাতীয় দলের পূর্ণ দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এই প্রতিবেদনে রইল কখন আর কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?

আরও পড়ুন: India vs New Zealand: এক সঙ্গে পথচলা শুরু করলেন কোচ Dravid ও ক্য়াপ্টেন Rohit

কবে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ?
১৭ নভেম্বর, বুধবার  ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ।

কোথায় ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ?
জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ।

কখন ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ?
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।

টিভিতে কোন চ্যানেলে দেখানো হবে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ?
স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ।

অনলাইনে কোথায় দেখা যাবে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ?
অনলাইনে দেখা যাবে Disney+ Hotstar অ্যাপে

ভারতের টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.