তৃতীয় টেস্ট শুরুর আগে মহম্মদ সামি কী বললেন?
একে বলে বিষে বিষে বিষক্ষয়। অতীতে অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ব্যাটসম্যানরা শর্টপিচ বলে কুপোকাত হয়েছেন। এবার সেই অস্ত্র প্রয়োগ করেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সফল ভারতীয় পেসাররা। দাবি পেস ব্রিগেডের অন্যতম সফল সদস্য মহম্মদ সামির। চোট সারিয়ে ফিরেই স্বমহিমায় মহম্মদ সামি। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম দুটি টেস্টেই বল হাতে সফল ভারতের এই পেসার। সামির দাবি অস্ত্রোপচারের পর কঠিন পরিশ্রমই তাঁকে সাফল্য এনে দিয়েছে।
ওয়েব ডেস্ক: একে বলে বিষে বিষে বিষক্ষয়। অতীতে অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ব্যাটসম্যানরা শর্টপিচ বলে কুপোকাত হয়েছেন। এবার সেই অস্ত্র প্রয়োগ করেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সফল ভারতীয় পেসাররা। দাবি পেস ব্রিগেডের অন্যতম সফল সদস্য মহম্মদ সামির। চোট সারিয়ে ফিরেই স্বমহিমায় মহম্মদ সামি। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম দুটি টেস্টেই বল হাতে সফল ভারতের এই পেসার। সামির দাবি অস্ত্রোপচারের পর কঠিন পরিশ্রমই তাঁকে সাফল্য এনে দিয়েছে।
আরও পড়ুন মঙ্গলবার শুরু তৃতীয় টেস্ট, কী পরিবর্তন হচ্ছে ভারতীয় দলে দেখুন
সাবাইনা পার্কে দ্বিতীয় টেস্টে ভারত জয়ের কাছে পৌংছে গেলেও ম্যাচ ড্র করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। এর জন্য দলের স্ট্র্যাটেজিতে কোনও ভুল ছিল না বলেই মনে করেন সামি।
আরও পড়ুন পশ্চিমবঙ্গের নাম তো পাল্টাচ্ছে, কিন্তু ইডেন গার্ডেনের নামও কী পাল্টালো?