Virat Kohli, IND vs PAK: 'কোহলি কিংবদন্তি'! প্রতিপক্ষ ভয় কাঁপছে! অকপট পাক অলরাউন্ডার

২০২২ সালও সেভাবে সঙ্গ দেয়নি বিরাটের। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট ৮ ম্যাচে মাত্র ১৭৫ রান করেছেন। ৪ টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ২২০। এদিকে মাত্র ৪টি টি-টোয়েন্টি ম্যাচে বিরাট করেছেন মাত্র ৮১ রান এসেছে। এমনকী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতেও অত্যন্ত সাদামাটা আইপিএল গিয়েছে তাঁর। ১৬ ম্যাচে রান করেছেন ৩৪১।

Updated By: Aug 27, 2022, 12:26 PM IST
Virat Kohli, IND vs PAK: 'কোহলি কিংবদন্তি'! প্রতিপক্ষ ভয় কাঁপছে! অকপট পাক অলরাউন্ডার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের অলরাউন্ডার শাহদাব খান (Shadab Khan) ভারত-পাক (IND vs PAK) মহাযুদ্ধের আগে জানিয়ে দিলেন যে, বিরাট কোহলি (Virat Kohli) নামটাই তাঁর দলের কাছে ভয়ের ফ্যাক্টর। আগামিকাল বাইশ গজের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ফের একবার হাইভোল্টেজ মেগাম্যাচে নামছে। একে-অপরের বিরুদ্ধে খেলেই এশিয়া কাপের ( Asia Cup 2022) অভিযান শুরু করছে। সব ঠিক থাকলে কোহলি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেনই। আর এই ম্যাচ হতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়কের দেশের জার্সিতে শততম টি-২০।

শাহদাবকে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে জিজ্ঞাসা করা হয় যে, বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার মনে করেন যে, কোহলি এখন আর আগের মতো বোলারদের কাছে ত্রাস নয়, কোহলি আর ভয় ধরাতে পারেন না। এই প্রসঙ্গে শাহদাবের সাফ উত্তর, 'প্রাক্তন ক্রিকেটাররা আর খেলেন না, তাই তাঁদের মনে হয়েছে যে, কোহলি এখন আর ভয়ের কারণ নয়। কোহলি এই খেলার কিংবদন্তি। প্রচুর খেলেছে ও। ও যখনই খেলতে নামে প্রতিপক্ষ অল্প হলেও ভয় পায়। ও অনেক বড় প্লেয়ার। তবে আমরা চাই না যে, ,কোহলি আমাদের বিরুদ্ধে লম্বা ইনিংস খেলুক। আমি প্রার্থনা করি যে, কোহলি চেনা ছন্দে ফিরুক। ও এখনও ভাল পারফর্ম করে। তবে যেহেতু ও নিজের মান নিজেই তৈরি করেছে, সেহেতু অন্যের মনে হয় যে, কোহলি ফর্মে নেই। আমি ব্যক্তিগত ভাবে চাই কোহলি সেঞ্চুরি পাক এশিয়া কাপে, কিন্তু আমাদের বিরুদ্ধে নয়। টুর্নামেন্টে অন্য যে কোনও দলের বিরুদ্ধে করুক।'

আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2022: পাকিস্তানকে পাত্তা না দিয়ে 'বিরাট' ব্যাটে নজর রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

২০২২ সালও সেভাবে সঙ্গ দেয়নি বিরাটের। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট ৮ ম্যাচে মাত্র ১৭৫ রান করেছেন। ৪ টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ২২০। এদিকে মাত্র ৪টি টি-টোয়েন্টি ম্যাচে বিরাট করেছেন মাত্র ৮১ রান এসেছে। এমনকী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতেও অত্যন্ত সাদামাটা আইপিএল গিয়েছে তাঁর। ১৬ ম্যাচে রান করেছেন ৩৪১। অর্ধ শতরান দু'টি। যদিও ছন্দ হারালেও বিরাট ম্যাচ খেলার থেকে বিশ্রাম নেওয়াকে বাড়তি গুরুত্ব দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের মতো দুর্বল দলগুলোর বিরুদ্ধে খেলেননি।দেখতে গেলে বিরাট নিজের ছায়া হয়ে বিচরণ করছেন বাইশ গজে। এশিয়া কাপই হতে চলেছে বিরাটের অ্যাসিড টেস্ট। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমদের কাছে ভারত ১০ উইকেটে হারলেও, বিরাটের ব্যাটে কিন্তু রান এসেছিল। ৪৯ বলে ৫৭ রান করেছিলেন তিনি। তাই বিরাট যদি তাঁর মাইলস্টোন ম্যাচে বড় রান করে নিন্দুকদের চুপ করিয়ে দেন, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.