অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর কী বলছেন অমরজিত, স্তালিনরা?
ওয়েব ডেস্ক: দেশের মাটিতে বিশ্বকাপে ভারতের অভিযান শেষ। তিন ম্যাচের তিনটেতেই হারতে হয়েছে ভারতের অনূর্ধ্ব-১৭ দলকে। প্রথম ম্যাচে আমেরিকার কাছে ০-৩ ব্যবধানে হার। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে ১-২ ব্যবধানে হার। এবং শেষ ম্যাচে, ঘানার কাছে ০-৪ ব্যবধানে হার। তবুও, ভারতীয় অনূর্ধ্ব-১৭ দলের তরুণ ফুটবলারদের অভিনন্দন জানাচ্ছেন গোটা দেশের ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ খেলে অনেক কিছু শিখতে পেরে খুশি ভারতীয় দলের ফুটবলাররাও।
দলের অধিনায়ক অমরজিত সিং বলেছে, 'আমরা ঘানার মতো প্রতিপক্ষের সঙ্গে খেললাম। যারা কিনা দু'-দু'বার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছে। বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে খেলে আমরা অনেক কিছু শিখতে পারলাম।'
আরও পড়ুন ভারতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হোক, আজব দাবি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের
অমরজিতের আরও বক্তব্য, 'আমরা টিম মিটিংয়ে নিজেদের মধ্যে আলোচনা করতাম। বলতাম, ১০০ শতাংশ নয়, ২০০ শতাংশ দিতে হবে। কারণ, প্রচুর মানুষ আমাদের সমর্থন করছে। ওদের ভালবাসার দাম দিতে হবে। কিন্তু, আমাদের যে অভিজ্ঞতাও কম। তাই, জয় উপহার দিতে পারলাম না ভারতের ফুটবলপ্রেমীদের। তবে, এটা শুরু। মোটেই শেষ নয়। বারবার আমরা কিছুতেই হতাশ হতে দেব না, আমাদের দেশের ফুটবলপ্রেমীদের।'
আরও পড়ুন নিজেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বললেন বিরাট কোহলি
ভারতীয় দলের লেফট ব্যাক সঞ্জীব স্তালিন বলেছে, 'এই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর আমাদের থেমে গেলে হবে না। আমাদের আরও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে হবে, বিশ্বের সেরা ফুটবল খেলিয়ে দেশগুলোর সঙ্গে। তাহলে আমরা আরও অনেক ভাল ফুটবল উপহার দিতে পারবো।'