Virat Kohli-Ruturaj Gaikwad: ব্যাটে রান নেই রুতুরাজের! ম্যাচের পর গেলেন কোহলির ক্লাসে

রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) রানের খোঁজে ছুটলেন বিরাট কোহলির (Virat Kohli) কাছে

Updated By: Apr 13, 2022, 05:19 PM IST
Virat Kohli-Ruturaj Gaikwad: ব্যাটে রান নেই রুতুরাজের! ম্যাচের পর গেলেন কোহলির ক্লাসে
রুতুরাজ-কোহলির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে (IPL 2022) গতবারের ও চারবারের চ্যাম্পিয়ন টিম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) অবশেষে জয়ের মুখ দেখল। কিন্তু রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) ব্যাট হাতে রানের খরা অব্যাহত। এক-দু'টো নয়, পরপর পাঁচ ম্যাচে ব্যর্থ গত মরশুমের সর্বোচ্চ রানশিকারি কিন্তু বিগত পাঁচ ম্যাচে চেন্নাইয়ারে ওপেনারের মোট রান  ৩৫ (০, ১, ১, ১৬, ১৭)। 

গত মঙ্গলবার মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) (Dr DY Patil Sports Academy, Mumbai) মুখোমুখি হয়েছিল। সিএসকে-র ২১৬ রান তাড়া করে ২৩ রানে হারতে হয়েছে আরসিবি-কে। এই ম্যাচেও মাত্র ১৭ রান করে ফিরতে হয়েছে চেন্নাইয়ের ওপেনারকে। জোশ হ্যাজেলউডের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। এই ম্যাচের পরেই রুতুরাজ ছুটে যান আরসিবি-র মহারথী ও আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) কাছে। রুতুরাজ এরপর নিজের ব্যাটিং নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন কোহলির সঙ্গে। সেই ভিডিও শেয়ার করেছে সিএসকে।

গত মরশুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করানোর নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন রুতুরাজ। ১৬ ম্যাচে ৬৩৫ রান করে জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ। গড় ৪৫.৩৫। স্ট্রাইকরেট ১৩৬.২৬। সঙ্গে রয়েছে ৪টি অর্ধ শতরান ও ১টি শতরান।  চেন্নাই এই মরশুমে নিলামের আগে রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি) ও গায়কোয়াড়কে (৬ কোটি) ধরে রেখেছিল।

আরও পড়ুন: MS Dhoni: 'মাহি ভাই'-এর পাতা ফাঁদেই পা দিলেন 'চিকু'! দেখুন কেন ধোনি 'মাস্টারমাইন্ড'

আরও পড়ুন: MS Dhoni, IPL 2022: চাপে থাকা তরুণ Mukesh -এর কাঁধে হাত, কেন তিনি 'ক্যাপ্টেন কুল' বুঝিয়ে দিলেন, ভিডিও ভাইরাল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.