Hardik Pandya, GT vs PBKS: টস জিতে শিশুর মতো উচ্ছ্বাস হার্দিকের! হতবাক ফ্যানরা
টস জেতার পরেই হার্দিক শিশুর মতো দু'হাত তুলে শিশুর মতো উচ্ছ্বাস প্রকাশ করেন। দেখে মনে হবে যেন, তিনি ম্যাচই জিতে গিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলের (IPL 2022) ৪৮ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছে 'টেবিল-টপার' গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস (GT vs PBKS)। মঙ্গলবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy, Mumbai) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। টস জেতার পরেই হার্দিক শিশুর মতো দু'হাত তুলে শিশুর মতো উচ্ছ্বাস প্রকাশ করেন। দেখে মনে হবে যেন, তিনি ম্যাচই জিতে গিয়েছেন। হার্দিককে এরকম লাফাতে দেখে পঞ্জাব ক্যাপ্টেন ময়াঙ্ক আগরওয়ালও হাসতে শুরু করে দেন। এমনকী টুইটারে নেটিজেনরাও অবাক হয়ে গিয়েছেন! সোশ্যালে ওঠে ঝড়।
(@IPL) May 3, 2022
৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গুজরাত এখন লিগ টেবিলের শীর্ষে। গুজরাত এদিনও জয়ের জন্যই ঝাঁপাবে। চলতি আইপিএলে ফের ১০ দলের লড়াই হচ্ছে। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital) আইপিএল-এ (IPL) যুক্ত হওয়ায় এবারের টুর্নামেন্ট হচ্ছে ১০ দলের। নবম দল হিসেবে ক্রোড়পতি লিগ খেলার জন্য আরপিএসজি সর্বোচ্চ ৭০৯০ কোটি টাকা লগ্নি করেছে। গোয়েঙ্কার টিমের নাম হয়েছে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants, LSG)। দশম দল হিসেবে প্রায় ৫২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে সিভিসি ক্যাপিটাল। সেই দলের নাম হয়েছে গুজরাট টাইটান্স। আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছে।
আরও পড়ুন: Mahela Jayawardena: মাহেলার স্বপ্নের টি-২০ দলে মাত্র একজন ভারতীয়! জায়গা নেই বিরাট-রোহিতদের
আরও পড়ুন: Gujarat Titans: ভেবেছিলেন কেরিয়ারই শেষ! ৯ কোটির 'ফিনিশার' শোনালেন অজানা গল্প