রোনাল্ডোর হ্যাটট্রিক! নেশনস লিগের ফাইনালে পর্তুগাল
২৫ গজ দূর থেকে দুরন্ত ফ্রি কিক থেকে গোল করে পর্তুগালকে প্রথমে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
নিজস্ব প্রতিবেদন : জাতীয় দলের জার্সিতে এবার রোনাল্ডো ম্যাজিক। দুরন্ত হ্যাটট্রিক করে পর্তুগালকে উয়েফা নেশনস লিগের ফাইনালে পৌঁছে দিলেন সিআর সেভেন। সুইত্জারল্যান্ডকে ৩-১ গোলে হারাল পর্তুগিজরা।
Venha de lá essa final!#PORSUI | 3-1 | #TodosPortugal #NationsLeague #UNL pic.twitter.com/Afx6ND2vTZ
— Portugal (@selecaoportugal) June 5, 2019
কার্যত একার হাতেই পর্তুগালকে উয়েফা নেশনস লিগের ফাইনালে তুললেন জুভেন্টাস তারকা। ২৫ গজ দূর থেকে দুরন্ত ফ্রি কিক থেকে গোল করে পর্তুগালকে প্রথমে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের বয়স তখন ২৫ মিনিট।
I can't decide if this is a very, very good Cristiano Ronaldo free-kick or very poor goalkeeping from Sommer.
Either way, it's Ronaldo's 86th goal for Portugal.pic.twitter.com/dwXFfUQNbC
— The Tactical Times (@Tactical_Times) June 5, 2019
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সুইত্জারল্যান্ডকে সমতায় ফেরালেন রিকার্ডো রডরিগেজ। খেলার শেষ দুই মিনিটে রোনাল্ডো ম্যাজিক। জোড়া গোল করে বাজিমাত্ করলেন রোনাল্ডো। সুইত্জারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে পর্তুগালকে ফাইনালে তুললেন সিআরসেভেন। জাতীয় দলের জার্সিতে এটা রোনাল্ডোর ৭ নম্বর হ্যাটট্রিক।
আরও পড়ুন - Copa America 2019: লিগামেন্টে চোট! কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন নেমার