চেলসি গোলরক্ষক কেপার বিদ্রোহ! ব্লুজদের হারিয়ে লিগ কাপ জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি

১১৯ মিনিটে তাঁর জায়গায় টাইব্রেকারের জন্য আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবাইয়েরোকে নামাতে চেয়েছিলেন কোচ মৌরিসিও সাররি।

Updated By: Feb 25, 2019, 02:52 PM IST
চেলসি গোলরক্ষক কেপার বিদ্রোহ! ব্লুজদের হারিয়ে লিগ কাপ জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি

নিজস্ব প্রতিবেদন : রবিবারের ওয়েম্বলি স্বাক্ষী থাকল ফুটবল মাঠে এক গোলকিপারের অভিনব বিদ্রোহের। চেলসি কোচ মৌরিসিও সাররির নির্দেশ অমান্য করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগার। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে চেলসিকে ৩-৪ গোলে হারিয়ে লিগ কাপ জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি।

ওয়েম্বলিতে মেগা ফাইনালে প্রথমার্ধের বেশিরভাগ সময় চেলসিকে চাপে রাখে ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণের সুবিধে করতে পারেনি সের্জিও আগুয়েরো-রহিম স্টার্লিংরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আগুয়েরোর গোল ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। গোল করার সহজ সুযোগ নষ্ট করেন চেলসির পেদ্রো। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।  

ম্যাচ চলাকালীন পায়ে চোট লাগে আরিজাবালাগার। তাই ১১৯ মিনিটে তাঁর জায়গায় টাইব্রেকারের জন্য আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবাইয়েরোকে নামাতে চেয়েছিলেন কোচ মৌরিসিও সাররি। তবে হাত নেড়ে মাঠ থেকে উঠে যেতে অস্বীকার করেন কেপা। কেপার এমন ব্যবহারে ডাগআউটে ক্ষেপে আগুন হয়ে যান ইতালিয়ান কোচ। হাতের নোটবুক মাটিতে আছড়ে ফেলে ড্রেসিংরুমে ঢুকে যেতেও দেখা যায় সাররিকে৷

এরপর টাইব্রেকারে ম্যান সিটির লেরয় সানের শট বাঁচিয়ে আশাও জাগিয়েছিলেন স্প্যানিশ গোলরক্ষক আরিজাবালাগা। কিন্তু শেষরক্ষা হয়নি। গানদোয়ান, সের্জিও আগুয়েরো, বের্নার্দো সিলভা ও রহিম স্টার্লিংয় গোল করেন ম্যাঞ্চেস্টার সিটির হয়ে। অন্যদিকে চেলসির জর্জিনিয়োর শট আটকে দেন সিটির ব্রাজিলিয় গোলরক্ষক এদেরসন। আর দাভিদ লুইসের শট পোস্টে লাগে। টাইব্রেকারে চেলসিকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার লিগ কাপ ঘরে তুলল পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি।

আরও পড়ুন - দক্ষিণ আফ্রিকার মতো পাকিস্তানকেও নির্বাসিত করা হোক! দাবি তুললেন COA প্রধান বিনোদ রাই

.