IND vs PAK | World Cup 2023: বেঁফাস কথা পাক টিম ডিরেক্টরের, ক্ষমাহীন ট্রোল ভারতের প্রাক্তনদের

Wasim Jaffer Aakash Chopra trolls Mickey Arthur: আহমেদাবাদের গ্যালারি ছিল ভারতীয় ফ্যানদের দখলে। যে দৃশ্য দেখে কার্যত বুক ভেঙে গিয়েছে পাকিস্তানের টিম ডিরেক্টরের! এবার মিকিকে ক্ষমহীন ট্রোল করলেন ভারতের প্রাক্তনরা।

Updated By: Oct 15, 2023, 05:25 PM IST
IND vs PAK | World Cup 2023: বেঁফাস কথা পাক টিম ডিরেক্টরের, ক্ষমাহীন ট্রোল ভারতের প্রাক্তনদের
ভুল করে ফেললেন মিকি আর্থার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের একপেশে 'মাদার অফ অল ব্য়াটল'-এর (IND vs PAK | World Cup 2023) সাক্ষী থেকেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ((Narendra Modi Stadium, Ahmedabad)। গত শনিবার লক্ষাধিক দর্শকের সামনে হেসেখেলে রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma) চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে উড়িয়ে দিল। পার্কে ঘুরতে আসার মেজাজে শনিবার খেলেছে টিম ইন্ডিয়া। রোহিত টস জিতে ব্য়াট করতে পাঠিয়েছিলেন বাবর আজমদের (Babar Azam)। ভারতীয়দের পেস-স্পিনের লাগাতার আক্রমণে মোতেরায় মুখ থুবড়ে পড়ে পাক ব্য়াটিং লাইন-আপ। ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে শেষ হয়ে যায় বাবরদের গল্প। সেই রান তাড়া করে ভারত ম্য়াচ জেতে সাত উইকেটে, হাতে ১১৭ বল রেখে। ম্য়াচের পর পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার (Mickey Arthur) স্বীকার করে নিলেন যে, তাঁরা নীল সমুদ্রে তলিয়েই গেলেন। যদিও তিনি খোঁচা দিয়েছেন বিসিসিআইকেও (BCCI)।

আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: 'শুনলামই না দিল দিল পাকিস্তান', নীল সমুদ্রে তলিয়ে গেল দল! আক্ষেপ করছেন মিকি

মিকি বলেন, 'দেখুন খুব সত্যি বলতে আমার একবারও মনে হয়নি যে, কোনও আইসিসি-র ইভেন্ট খেলছিলাম। মনে হল দ্বিপাক্ষিক সিরিজ। মাইক্রোফোনে সেভাবে শুনলামই না দিল দিল পাকিস্তান।' পাকিস্তানের সমর্থক না পাওয়ার কথাও বললেন মিকি। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, 'দর্শক অবশ্যই একটা ভূমিকা পালন করে। তবে সমর্থন না পাওয়াটাকে আমি কারণ হিসেবে দেখাতে চাই না। আমরা আসলে মুহূর্তে বাঁচতে চেয়েছিলাম। আমরা কীভাবে ভারতীয়দের বিরুদ্ধে খেলি, সেটাই দেখার ছিল।' মিকি যে বিসিসিআই-কে খুঁচিয়ে দিয়ে ভালো করেননি, তা সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে টের পেয়ে গেলেন তিনি। 

ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মিকির মন্তব্য তুলে লেখেন, 'ডিজে ওয়ালে বাবু মেরা গানা বাজা দো...মানে সত্যি? আমরা কী কখনও শুনেছি যে, শ্রীলঙ্কা অভিযোগ করছে যে, হায়দরাবাদের দর্শক পাকিস্তান জিতেগা বলেছে বলে? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যদি একবারও দিল দিল পাকিস্তান বাজাতেন ডিজে, তাহলে আমি সত্যিই অবাক হতাম।' ওয়াসিম জাফর মিকিকে বিঁধে লেখেন, 'আমি এটা ভেবে অবাক হচ্ছি যে কেন পাকিস্তান ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে সিরিজে হেরে গেল। তবে মিকি আর্থারকে ধন্য়বাদ, এখন আমি জানলাম যে, স্টেডিয়ামের ডিজে সেভাবে দিল দিল পাকিস্তান বাজায়নি, অধিকাংশ সমর্থকের পরনেই ছিল নীল জার্সি।'
 
 'দিল দিল পাকিস্তান'- না শোনার মিকির আক্ষেপ নিয়ে বিসিসিআই-এর এক আধিকারিককে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, 'দিল দিল পাকিস্তান বাজানোর মধ্যে কোনও ক্ষতি নেই। কিন্তু আমাদের বলুন কখন বাজানো উচিত ছিল? যখন বাবর বা রিজওয়ান আউট হয়ে গেল নাকি যখন শাহিনকে ছক্কা হাঁকাল রোহিত। এই গান তো ফ্য়ানদের জন্য়। কিন্তু ফ্যানরাই তো ছিল না।' সাংবাদিক বৈঠকে মিকি সাফ স্বীকারও করে নেন যে, তাঁর টিম ভয় পেয়ে গিয়েছিল। তিনি বলেন, 'আমাদের সার্বিক পারফরম্যান্স দেখলে বোঝা যাবে যে, আমরা ভীত হয়ে পড়েছিলাম কিছুটা। আরও একটু বেশি করা উচিত ছিল। আমরা খোলসের মধ্যে ঢুকে পড়েছিলাম।' এককথায় মিকি মাথা নত করেই হার মেনে নিলেন।

আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: বাবর ফিরতেই অরিজিতের দেদার সেলিব্রেশন! গায়কের ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.