WATCH | Wasim Akram: 'পাকিস্তানের ২০০ বিড়ালের চুল কাটা হয়ে যাবে'... কোন বিলে মাথা ঘুরছে সুইং সুলতানের!
Wasim Akram's Hilarious Cat's Haircut Story: ওয়াসিম আক্রম যে গল্প শোনালেন, তা শুনে প্রায় সকলেই চমকে গেলেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওডিআই ও সমসংখ্য়ক ম্যাচের টি-২০ আই সিরিজ খেলতে এসেছে পাকিস্তান (Pakistan Tour Of Australia 2024-25)! অজিরা মেলবোর্নে প্রথম ওডিআই ২ উইকেটে জিতে যায়, এরপর অ্যাডিলেডে দ্বিতীয় ওডিআই পাকিস্তান ৯ উইকেটে জিতে দারুণ ভাবে সিরিজে ফিরেছিল।
গত রবিবার পারথে হয়ে গিয়েছে তৃতীয় তথা সিরিজের শেষ ওডিআই। শিরোপা ফয়সলার ম্যাচে মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) পাকিস্তান ৮ উইকেটে ম্যাচ ও সিরিজ ২-০ জিতে নিল। দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক সিরিজ জিতল পাকিস্তান। এই সিরিজে ধারাভাষ্য়কারের ভূমিকায় ছিলেন কিংবদন্তি পাক স্পিডস্টার ওয়াসিম আক্রম (Wasim Akram)।
আরও পড়ুন: অধিনায়ক রিজওয়ানের অবিস্মরণীয় অভিষেক! ২২ বছর পর ডনের দেশে করে দেখাল পাকিস্তান...
আক্রম মাইক্রোফোন হাতে তাঁর সহ-ধারাভাষ্য়কারদের এমন এক ঘটনা শুনিয়েছেন, যা শুনে সকলেই থ হয়ে গিয়েছেন। আক্রম বলেন, 'গতকাল আমি বিড়ালের চুল কাটাতে গিয়েছিলাম। আমাকে ওরা ১০০০ অস্ট্রেলিয়ান ডলারের (ভারতীয় মুদ্রায় যা ৫৫ হাজার ২০৯ টাকা ৪৯ পয়সা) বিল ধরায়! ওরা বিড়ালটি রেখেছিল, তাকে খাইয়েছিল। এই সব করতেই নাকি এত টাকা লেগেছে! আরে এই টাকায় আমাদের পাকিস্তানে ২০০ বিড়ালের চুল কাটা হয়ে যাবে।' আক্রম তাঁর বিলটিও দেখিয়েছেন।
অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে রিজওয়ান বলেছিলেন, 'এটা আমার এবং ভক্তদের জন্য বিশেষ মুহূর্ত। সব কৃতিত্বই বোলারদের দেব। অস্ট্রেলিয়ায় খেলতে এসে ওদের বিরুদ্ধে জেতা সহজ নয়। কিন্তু সইম এবং আবদুল্লাহ আমাদের হয়ে বেশ কিছু ম্যাচে দারুণ শুরুটা করেছিল। আমরা জিতি বা হারি, ভক্তরা আমাদের ভালোবাসেন এবং সত্যিই এর প্রশংসা করি। ১০ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হয়েছেন হ্য়ারিস রউফ। আগামী ১৪ নভেম্বর টি-২০ আই সিরিজের শুরু। ব্রিসবেনে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: একুশের তাজা রক্তে মুছল গাবার নায়কের নাম! মাত্র দু'শব্দের নিদানেই দরজা বন্ধ হল তাঁর?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)