Border-Gavaskar Trophy: অজি দৈনিকে হিন্দি-পঞ্জাবিতে বোল্ড হেডলাইন! পাতা জুড়ে বুক চিতিয়ে বাইশ গজের রাজা...
Virat Kohli Fever: বিরাট কোহলির জ্বরে কাঁপছে অস্ট্রেলিয়া... চমকে দিল স্থানীয় খবরের কাগজ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে মহারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্ল্যাগশিপ ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারত। ২২ নভেম্বর থেকে পারথে শুরু ইন্দো-অজি মহাযুদ্ধ (Border-Gavaskar Trophy)। ১৯৯১-৯২ সালের পর এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফিতে পাঁচ টেস্টের সিরিজ। অপটাস স্টেডিয়ামে মহাযুদ্ধের আগে এখন ডনের পাড়া কাঁপছে বিরাট কোহলির (Virat Kohli) জ্বরে...
আরও পড়ুন: একুশের তাজা রক্তে মুছল গাবার নায়কের নাম! মাত্র দু'শব্দের নিদানেই দরজা বন্ধ হল তাঁর?
সিরিজ শুরুর ১০ দিন আগেই পয়মন্ত অস্ট্রেলিয়ায় চলে এসেছেন বিরাট। ভারতের পর যে দেশে তাঁর অগুনতি অনুরাগীরা রয়েছেন। বিরাটের ব্য়াট শাসনও দেখেছে সেই দেশ। এবার চমকে দিয়েছে অস্ট্রেলিয়ার একাধিক দৈনিক। বর্ডার-গাভাসকর ট্রফির প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে কোহলির বিরাট ছবি। আর এখানেই শেষ নয়, এমনকী হিন্দি ও পঞ্জাবি ভাষায় বোল্ডে করা হয়েছে হেডলাইন।
ভারতীয় ক্রিকেটে এখনও চর্চায় নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে সিরিজ হার এবং ভারতের দুই ব্য়াটিং সুপারস্টার বিরাট ও রোহিতের হতশ্রী ক্রিকেট। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট করেছেন ৯৩ রান! রোহিতের হাফ ডজন ইনিংসে সংগ্রহ ৯১ রান!
ভারতের প্রাক্তন অধিনায়ক ও নক্ষত্র ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করছেন যে বিরাট অস্ট্রেলিয়াতেই ফিরবেন চেনা ছন্দে। তিনি বলেন, 'আমার মনে হয় বিরাট কোহলি পয়মন্ত অস্ট্রেলিয়ায় ছন্দ ফিরে পাবে। অস্ট্রেলিয়া ওর জায়গা। ওটা ওর শক্তি। আমার মনে হয় না, কোহলি ছন্দে নেই, এই বিষয়ে কথা বলার এখনও সময় এসেছে। আমি মানব না সেটা। ওর হাতে প্রচুর সময় আছে। এক-দুই বছর টেস্ট ক্রিকেটে ওর খারাপ গেল! আর কিছুই না।'
বিরাটের কিন্তু অস্ট্রেলিয়ায় আগুন জ্বালানো ধাতে আছে। ৫৪-র গড়ে তিনি ১৩৫২ রান করেছেন টেস্টে। ১৩ ম্য়াচে ৬টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন। দেখা যাক এবার তিনি কী করেন!
আরও পড়ুন: আরিয়ান থেকে আজ সে অনন্যা! চর্চায় বাঙ্গারপুত্রের কন্যা হয়ে ওঠার রামধনু গল্প...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)