বিশ্বকাপে কেন বার বার ভারতের কাছে হারে পাকিস্তান? কারণ খুঁজে বার করলেন ওয়াকার
কিন্তু বিশ্বকাপের মঞ্চে ভারতকে এখনও হারাতে পারেনি পাকিস্তান। কোনও এক অজ্ঞাত কারণে পাকিস্তান ভারতের কাছে বিশ্বকাপে বার বার হেরে যায়।
নিজস্ব প্রতিবেদন: ওয়ান ডে হোক কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মহারণ আলাদা মাত্রা এনে দেয়। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ভারতকে এখনও হারাতে পারেনি পাকিস্তান। কোনও এক অজ্ঞাত কারণে পাকিস্তান ভারতের কাছে বিশ্বকাপে বার বার হেরে যায়। আর এই নিয়েই দুঃখপ্রকাশ করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াকার ইউনিস। সেই সঙ্গে বিশ্বকাপে ভারতের কাছে হারের কারণও খুঁজে বের করেছেন তিনি।
একদিনের ক্রিকেট বিশ্বকাপে সাতবার আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবারের সাক্ষাতে একবারও পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। তবে কোনও বিজ্ঞান কিংবা কুসংস্কার নয়; ভারত পাকিস্তানের চেয়ে ভালো খেলে তাই পাকিস্তান হেরে যায় বলে মনে করেন ওয়াকার ইউনিস।
ওয়াকার ইউনিস বলেন, "গত কয়েকটি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিরুদ্ধে জিততে পারেনি এটা সত্যি। আমরা অন্য ফরম্যাটে ভালো করি। টেস্টে ভালো খেলি। কিন্তু যখনই বিশ্বকাপ আসে তখনই ভারত পাকিস্তানের চেয়ে ভালো খেলে। যোগ্য দল হিসেবেই তারা ম্যাচ জেতে। আমি মনে করি তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলে। "
আরও পড়ুন - সুনীল ছেত্রীর 'সুইস বল চ্যালেঞ্জ' নিয়ে মজার জবাব দিলেন বিরাট কোহলি!