Kolkata Medical College: আর টাকা দিলেই মিলবে না বেড! মেডিক্যাল কলেজের দালালচক্রে এল নয়া মোড়...
Kolkata Medical College: হাসপাতালে ভর্তি হওয়া রোগী বা তাঁর পরিবারের লোকজনের জন্য নতুন একটি ফর্ম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। সেই ফর্মের মাধ্যমে সহজেই 'বেড বিক্রি' সংক্রান্ত সমস্ত অভিযোগ সহজেই জানতে পারবেন রোগীর আত্মীয়রা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজে বেড পেতে দালালচক্রের রমরমা! জেনারেল বেড থেকে ক্রিটিক্যাল বেড টাকা দিয়ে বুক করতে হচ্ছে। এমনই অভিযোগ করছেন কলকাতা মেডিক্যাল কলেজে আগত রোগীরা। তাদের দাবি, এখন মেডিক্যাল কলেজে বেড পেতে ধরতে হচ্ছে দালালদের। নইলে সহজে পাওয়া যাচ্ছে না। এবং সেই বেড পেতে দিতে হচ্ছে বিপুল পরিমাণে টাকা। যদিও অভিযোগের সপক্ষে কোন রকম প্রমাণ পায়নি তদন্ত কমিটি।
আরও পড়ুন: R G Kar: 'সাপ্লাই হল কী করে, আমরা অর্ডারই করিনি'! আরজি কর গ্লাভস কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য....
ঠিক এইমত পরিস্থিতিতে মেডিক্যাল কলেজের হাসপাতালে দালালচক্রের সমস্যা মেটাতে নতুন সুপারিশ করল তদন্ত কমিটি। হাসপাতালে ভর্তি হওয়া রোগী বা তাঁর পরিবারের লোকজনের জন্য নতুন একটি ফর্ম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। সেই ফর্মের মাধ্যমে সহজেই 'বেড বিক্রি' সংক্রান্ত সমস্ত অভিযোগ সহজেই জানতে পারবেন রোগীর আত্মীয়রা। দালালচক্র বা বেড দুর্নীতি রুখতেই এই ফর্ম কাজে লাগবে, বলে মনে করছেন জুনিয়র ডাক্তারদের একাংশ।
পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল কলকাতা মেডিক্যাল কলেজে। সেন্ট্রাল ল্যাবের টেস্ট কিট বেসরকারি সেন্টারে পাচার করা হত। যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল তাতে রয়েছেন ৪ জুনিয়র ডাক্তার সহ ১১ জন সদস্য। গত ২৮ সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মেডিক্যাল কলেজের অথরিটিকে অভিযোগ জানানো হয়। যদিও তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী কোনরকমের প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু বেশকিছু সুপারিশ করা হয়েছে। যেমন হাসপাতালে গ্রুপ ডি কর্মীদের ইউনিফর্ম পরতে হবে। নিজেদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে। এবং তাদের কোন একটি ডিপার্টমেন্টে সবসময় না রেখে বিভিন্ন ডিপার্টমেন্টে রাখতে হবে।
আরও পড়ুন: CPM: তন্ময়ের পর শ্লীলতাহানিতে অভিযুক্ত আরেক সিপিএম নেতা! সাসপেন্ড নয়, এবার বহিষ্কার...
যদিও বেড নিয়ে সমস্যার সুরাহা করার জন্যই জুনিয়র ডাক্তারদের দাবি মেনে রাজ্যজুড়ে সেন্ট্রালি মনিটরড রেফারেল সিস্টেম চালু করল রাজ্যের স্বাস্থ্য দফতর। গত ১৫ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে পাঁচটি হাসপাতালে। এবার আর জি করেও শুরু হল সেন্ট্রালি মনিটরড রেফারেল সিস্টেম।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)