W20: কেন ওপেনিং থেকে সরেছিলেন Rohit Sharma? অদ্ভুত যুক্তি দিলেন Vikram Rathour

ব্যাটিং ব্যর্থতার পরেও পিচকে দুষছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।   

Updated By: Nov 2, 2021, 11:15 PM IST
W20: কেন ওপেনিং থেকে সরেছিলেন  Rohit Sharma? অদ্ভুত যুক্তি দিলেন  Vikram Rathour
রোহিতের ব্যাটিং অর্ডার বদল নিয়ে অদ্ভুত যুক্তি দিলেন বিক্রম রাঠৌর। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মার (Rohit Sharma) বদলে ইশান কিষানকে (Ishan Kishan) ওপেনিংয়ে নামিয়ে ফাটকা খেলতে চেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli) । তবে সেটা কাজে এল না। বরং বুমেরাং হয়ে এমন ভাবে ঘুরে এসেছে যে তারকা খচিত টিম ইন্ডিয়া (Team India) চলতি টি-টয়েন্টি বিশ্বকাপ (WT20) থেকে ছিটকে গিয়েছে। যদিও এমন 'ডু অর ডাই' ম্যাচে ব্যাটিং অর্ডারে বদল নিয়ে অদ্ভুত যুক্তি দিলেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)। 

আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলন এড়িয়ে গিয়েছিলেন কোহলি। রাঠৌর কথা বলা শুরু করতেই তাঁর দিকে উড়ে এল রোহিতের সম্পর্কে প্রশ্ন। তাঁর অদ্ভুত জবাব ছিল, "ম্যাচের আগে সূর্যকুমার যাদবের পিঠে ক্র্যাম্প ছিল, তাই ইশান তার জায়গায় এসেছিল। ইশান ওপেনার হিসাবে ভারতের হয়ে এর আগে ভাল পারফরম্যান্স করেছিল। তাই ইশানকে ওপেন করার ভাবনা করে টিম ম্যানেজমেন্ট। এবং অবশ্যই রোহিতও সেই টিম ম্যানেজমেন্টের অংশ ছিল। ও সবটাই জানত। রাঠৌর আরও যোগ করেন, 'একজন বাঁহাতি ব্যাটারকে এগিয়ে রাখাটা প্রযুক্তিগতভাবে অর্থপূর্ণ ছিল। আমরা মিডল অর্ডারে খুব বেশি বাঁহাতি চাইনি। মিডল অর্ডারে পন্থ ও জাদেজা ছিল। তাই টেকনিক্যালি ইশানকে ওপেনিং করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।" 

আরও পড়ুন: Virat Kohli: এক দিনের ক্রিকেটেও কি এ বার অধিনায়ক বিরাট কোহলির জামানা শেষ? আলোচনা তুঙ্গে

শুধু তাই নয়। জোড়া হারের বোঝা নিয়েও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইশ গজকে দুষলেন কোহলিদের ব্যাটিং কোচ। তাঁর ব্যাখ্যা, "দুবাইয়ের এই পিচ বড্ড স্লো। প্রথমে ব্যাট করলে দ্রুত রান তুলতে খুবই অসুবিধা হয়। সেটা গত দুই ম্যাচে বুঝে গিয়েছি। এটা অজুহাত নয়। সব দলকেই এই সমস্যা পোহাতে হচ্ছে।"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.