বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : ভলগোগ্রাদ অ্যারেনা

ভলগোগ্রাদ অ্যারেনা, ভলগোগ্রাদ

Updated By: Jun 10, 2018, 07:54 PM IST
বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : ভলগোগ্রাদ অ্যারেনা
সৌজন্যে-ফিফা

নিজস্ব প্রতিবেদন :  বিশ্বকাপের জন্য যে কয়েকটি স্টেডিয়াম তৈরি হয়েছে তার মধ্যে এটি উল্লেখযোগ্য।২০১৪ সালে রতোর পুরোনো এবং পরিত্যক্ত সেন্ট্রাল স্টেডিয়ামের স্থানেই এই স্টেডিয়ামটি গড়ে তোলা হয়েছে। বিশ্বকাপের পরে এফসি রতোর ভলগোগ্রাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে এই স্টেডিয়াম। অপেক্ষাকৃত বড়, একেবারে নতুন চেহারার এই স্টেডিয়ামের নয়নাভিরাম জাফরি ডিজাইন সকলের দৃষ্টি আকর্ষন করলেও এখানে বিশ্বকাপের নক আউট পর্বের কোন ম্যাচই অনুষ্ঠিত হবে না।

মস্কো থেকে হাজার কিলোমিটার দক্ষিনে অবস্থিত হওয়ায় কারণেই হয়তো নক আউট পর্বে কোনও ম্যাচ নেই ভলগোগ্রাদ অ্যারেনায়।

# ভলগোগ্রাদ অ্যারেনা , ভলগোগ্রাদ

* আসন সংখ্যা : ৪৫,৫৬৮

 কোন কোন ম্যাচ রয়েছে ভলগোগ্রাদ অ্যারেনা স্টেডিয়ামে

 

@ গ্রুপ পর্ব :

►তিউনিসিয়া বনাম ইংল্যান্ড (গ্রুপ-জি)
নাইজেরিয়া বনাম আইসল্যান্ড (গ্রুপ-ডি)
সৌদি আরব বনাম মিশর (গ্রুপ-এ)
জাপান বনাম পোল্যান্ড (গ্রুপ-এইচ)

@ নক আউট পর্ব :

►সূচিতে নক আউট পর্বের কোনও ম্যাচ নেই এই স্টেডিয়ামে

 

আরও পড়ুন- বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' :স্পার্টাক স্টেডিয়াম

.