ঝুলনদের হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতল বাংলাদেশ
টুর্নামেন্টের গ্রুপ পর্বেও বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ভারতীয় মেয়েদের।
নিজস্ব প্রতিনিধি : ভারতকে তিন উইকেটে হারিয়ে এশিয়া কাপ জিতে নিল বাংলাদেশ। এই প্রথমবার এশিয়া কাপ জিতল তারা।
আরও পড়ুন- একদিনের ক্রিকেটে ৪৯০ রান করে বিশ্বরেকর্ড
ওপেনিং জুটি পারফর্ম করতে ব্যর্থ। যার জেরে বাংলাদেশের সামনে বেশ কম রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারতীয় মেয়েরা। মাত্র ১১২ রান হাতে নিয়ে এশিয়া কাপ খেতাব জয়ের লড়াইয়ে নামে ভারত। কিন্তু শেষরক্ষা হল না। চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বেও বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ভারতীয় মেয়েদের।
আরও পড়ুন- ডান কানে আঘাত পেলেন বিরাট কোহলি!
মিতালি রাজ রান পাননি (১১)। ব্যাট হাতে ব্যর্থ স্মৃতি মন্ধনাও (৭)। ভারতের দুই ভরসাযোগ্য ব্যাটসম্যান এদিন শুরুটা ভাল করতে পারেননি। তবে এশিয়া কাপে ধারাবাহিক পারফরম্য়ান্স করছেন হরমনপ্রিত্ কউর। পাকিস্তানের বিরুদ্ধে ধৈর্যশীল ইনিংসের পর এবার বাংলাদেশের বিরুদ্ধেও ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন তিনি। হরমনপ্রিত্ ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান এদিন রান করতে পারেননি। ২০ ওভার ভারত তোলে ১১২/৯। বাংলাদেশ ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ভারতের পুণম যাদব চার উইকেট পান।