প্রতিশোধের ছক কষে কার্লসনের মুখোমুখি আনন্দ

গ্রেঙ্কে দাবা প্রতিযোগিতার পর ফের একবার মুখোমুখি বিশ্বনাথন আনন্দ এবং ম্যাগনেস কার্লসন। শামকির দাবার প্রতিযোগিতার প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন এই দুই তারকা দাবাড়ু। তবে টুর্নামেন্টে ড্র অনুযায়ী কার্লসনের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়ে খেলতে পারবেন না আনন্দ। কিন্তু তারপর টানা ৫ টি গেম সাদা ঘুঁটি নিয়ে খেলতে পারবেন প্রাক্তন এই বিশ্বচ্যাম্পিয়ন। যাকে অ্যাডভান্টেজ হিসাবেই দেখছেন আনন্দ। গ্রেঙ্কে দাবা প্রতিযোগিতায় ভাল খেলেও কার্লসনের কাছে হারতে হয়েছিল তাঁকে। এবার হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আনন্দ। উল্টো দিকে কার্লসনও চাইবেন জয়ের ধারা অব্যাহত রাখতে। 

Updated By: Apr 17, 2015, 11:31 PM IST
প্রতিশোধের ছক কষে কার্লসনের মুখোমুখি আনন্দ

ওয়েব ডেস্ক: গ্রেঙ্কে দাবা প্রতিযোগিতার পর ফের একবার মুখোমুখি বিশ্বনাথন আনন্দ এবং ম্যাগনেস কার্লসন। শামকির দাবার প্রতিযোগিতার প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন এই দুই তারকা দাবাড়ু। তবে টুর্নামেন্টে ড্র অনুযায়ী কার্লসনের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়ে খেলতে পারবেন না আনন্দ। কিন্তু তারপর টানা ৫ টি গেম সাদা ঘুঁটি নিয়ে খেলতে পারবেন প্রাক্তন এই বিশ্বচ্যাম্পিয়ন। যাকে অ্যাডভান্টেজ হিসাবেই দেখছেন আনন্দ। গ্রেঙ্কে দাবা প্রতিযোগিতায় ভাল খেলেও কার্লসনের কাছে হারতে হয়েছিল তাঁকে। এবার হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আনন্দ। উল্টো দিকে কার্লসনও চাইবেন জয়ের ধারা অব্যাহত রাখতে। 

 

.