স্মৃতিচারণায় সচিন, টুইটারে বিনোদ কাম্বলির সঙ্গে নিজের ছোটবেলার ছবির পোস্ট

Updated By: Apr 17, 2015, 10:48 PM IST
স্মৃতিচারণায় সচিন, টুইটারে বিনোদ কাম্বলির সঙ্গে নিজের ছোটবেলার ছবির পোস্ট

ওয়েব ডেস্ক: স্মৃতি সবসময় বেদনার । সেটা সুখেরই হোক বা দুঃখেরই হোক। ২৭ বছর আগের দুই বন্ধুর এক বিরল মূহুর্ত হঠাতই নাড়া দিল বিশ্বের কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে। ১৯৮৮ হ্যারিস শিল্ডে সারদাশ্রম বিদ্যামন্দিরের হয়ে সচিন তেন্ডুলকর-বিনোদ কাম্বলি জুটি করেছিলেন ৬৬৪ রান। সেই রেকর্ড আজও অক্ষত। নস্টালজিক হয়ে সচিন টুইটারে পোস্ট করেছেন তার এবং বিনোদ কাম্বলির ছোটবেলার নানান মূহুর্তের ছবি। যেগুলো সবই ক্রিকেটকে জড়িয়ে। কিন্তু ছোটবেলার প্রিয় বন্ধু কাম্বলির সঙ্গে সচিনের বন্ধুত্বের চিড় ধরে গেছে  প্রায় ১৫ বছর আগেই। দুজনের মধ্যে বাক্যালাপও হয় খুব সীমিত। সালটা ২০০০, নিজের ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যাওয়ার জন্য কাম্বলি আঙুল তুলেছিলেন অভিন্ন হৃদয় বন্ধু সচিনের দিকে। বলেছিলেন তার বিপদের সময় কখনও পাশে পাননি সচিনকে। এর উত্তর দেননি মাস্টার ব্লাস্টার কিন্তু মনের দিক থেকে বাল্য বন্ধুকে লক্ষ মাইল দূরে সরিয়ে দিয়েছিলেন। ক্রিকেটার কাম্বলির প্রতিভা নিয়ে কোনওদিন প্রশ্নও তোলেননি তিনি। কিন্তু তার জীবনযাত্রা আঘাত করেছে সচিনকে। আপাতত সবকিছু ভুলে ২৭ বছর আগে দুই বন্ধুর গড়া বিশ্বরেকর্ডের ছবি টুইটারে পোস্ট করে সুখকর দিনের স্মৃতিকে ফিরিয়ে আনলেন সচিন তেন্ডুলকর।

.