বীরুর বাদ পড়া নিয়ে বিতর্ক

এশিয়া কাপের দল থেকে বীরেন্দ্র সেওয়াগের বাদ পড়া নিয়ে বিতর্কে জড়াল বিসিসিআই। দল থেকে সেওয়াগের ছিটকে যাওয়ার কারণ হিসাবে নির্বাচক কমিটির প্রধান শ্রীকান্ত জানিয়েছিলেন ফিটনেস সমস্যার জন্য বীরুকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁকে বাদ দেওয়া হয়নি। 

Updated By: Mar 2, 2012, 12:02 AM IST

এশিয়া কাপের দল থেকে বীরেন্দ্র সেওয়াগের বাদ পড়া নিয়ে বিতর্কে জড়াল বিসিসিআই। দল থেকে সেওয়াগের ছিটকে যাওয়ার কারণ হিসাবে নির্বাচক কমিটির প্রধান শ্রীকান্ত জানিয়েছিলেন ফিটনেস সমস্যার জন্য বীরুকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁকে বাদ দেওয়া হয়নি। কিন্তু কী ধরনের চোট তা পরিস্কার করতে পারেননি বোর্ড কর্তারা। এমনকী, সেওয়াগের বিশ্রামের কারন দর্শাতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে মেজাজ হারিয়ে ফেলেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান কৃষ্ণমাচারী শ্রীকান্ত।
বোর্ডের ভেতরকার সূত্রে জানা গিয়েছে অস্ট্রেলিয়াতে ধোনি ও সেওয়াগ বিতর্কে জড়িয়ে পড়ায় দুজনকে যৌথ সাংবাদিক সম্মেলন করে বিতর্ক ধামাচাপা দিতে বলেছিলেন বোর্ড সভাপতি। কিন্তু যৌথ সাংবাদিক সম্মেলন আর হয়নি। এরপরই শৃঙ্খলাভঙ্গের অপরাধে সেওয়াগকে দল থেকে ছেঁটে ফেলার নির্দেশ যায় নির্বাচকদের কাছে।

.