রেফারিং-এর মানোন্নয়নে শিবির

আই লিগে বারবারই বিতর্কের শিরোনামে উঠে এসেছে রেফারিং। এবার রেফারির মানোন্নয়নে উদ্যোগী হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হল ফিফার ফুটরো ৩ রেফারি ইনস্ট্রাকটর কোর্স। গোটা দেশ থেকে ৫১ জন প্রতিনিধি যোগ দিয়েছেন এই শিবিরে। রেফারিদের টেকনিক্যাল দিকটির পাশাপাশি, এই কোর্সে জোর দেওয়া হচ্ছে ফিটনেসের উপরও। ফেডারেশন সচিব কুশল দাস আশাবাদী আগামী দিনে এই সব কোর্সের মাধ্যমে ভাল মানের রেফারিরা উঠে আসবেন। আগামী ৬ দিন দিল্লিতে এই শিবির চলবে।

Updated By: Mar 1, 2012, 11:56 PM IST

আই লিগে বারবারই বিতর্কের শিরোনামে উঠে এসেছে রেফারিং। এবার রেফারির মানোন্নয়নে উদ্যোগী হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হল ফিফার ফুটরো ৩ রেফারি ইনস্ট্রাকটর কোর্স। গোটা দেশ থেকে ৫১ জন প্রতিনিধি যোগ দিয়েছেন এই শিবিরে। রেফারিদের টেকনিক্যাল দিকটির পাশাপাশি, এই কোর্সে জোর দেওয়া হচ্ছে ফিটনেসের উপরও। ফেডারেশন সচিব কুশল দাস আশাবাদী আগামী দিনে এই সব কোর্সের মাধ্যমে ভাল মানের রেফারিরা উঠে আসবেন। আগামী ৬ দিন দিল্লিতে এই শিবির চলবে।

.